তামিম-পেরেরার ব্যাটে বড় সংগ্রহ ঢাকার

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তামিম ইকবাল এবং থিসারা পেরেরার ব্যাটে ভর করে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮০ রান সংগ্রহ করেছে ঢাকা প্লাটুন। তামিমের ব্যাট থেকে এসেছে সর্বোচ্চ ৭৪ রান।
এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কুমিল্লা ওয়ারিয়র্স অধিনায়ক দাসুন শানাকা। টস হেরে ব্যাটিংয়ে নেমে মুজিব উর রহমানের করা ইনিংসের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে আউট হন এনামুল হক বিজয়।
এরপর ওপেনার তামিম ইকবালের সঙ্গে যোগ দেন মেহেদী হাসান। দুজনকে শুরুতে হাত খুলে খেলতে দেননি মুজিব উর রহমান-আল আমিন হোসেনরা।মেহেদী হাসান ১২ রান করে আবু হায়দার রনির বলে ক্যাচ দিয়েছেন আল আমিন হোসেনের হাতে।

এরপর তামিমকে সঙ্গ দিতে লরি ইভান্স। পাওয়ার প্লে শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে মাত্র ২৫ রান। এরপর হাত খুলে খেলেছেন ইভান্স এবং তামিম।
ইভান্স ২৪ বলে ২৩ রান করে ফেরার পর উইকেটে আসেন থিসারা পেরেরা। এরপর আবু হায়দার রনির করা এক ওভারেই তিনি নিয়েছেন ২২ রান। এর মধ্যে একটি ছয় এবং ৩টি চার ছিল।
ব্যক্তিগত ৪ রানে সৌম্য সরকারের হাতে জীবন পাওয়া তামিম ৫৩ বলে ৭৪ রান করে আউট হন। বাঁহাতি এই ওপেনারের ইনিংসটি সাজানো ছিল ৪টি ছয় এবং ৬টি চারে।
তামিমের ফেরার পর দ্রুতই সাজঘরে ফ্রেন শহীদ আফ্রিদি (৪) এবং ওয়াহাব রিয়াজ (০)। শেষ দিকে থিসারাকে দারুণ সঙ্গ দিয়েছেন ঢাকার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
থিসারা ১৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। মাশরাফি ইনিংসের শেষ বলে রান আউট হয়েছেন ৯ রান করে। কুমিল্লার হয়ে ২টি করে উইকেট নিয়েছেন সৌম্য সরকার এবং শানাকা। একটি করে উইকেট পেয়েছেন মুজিব এবং আবু হায়দার।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ১৮০/৭ (২০ ওভার) (তামিম ৭৪, পেরেরা ৪২*, ইভান্স ২৩; শানাকা ২/৪৮, সৌম্য ২/৩৯)