promotional_ad

আগ্রাসী খেলে ফিরলেন আফিফ

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরে শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে রাজশাহী রয়্যালসের বিপক্ষে ১৫.৩ ওভারে ৯১ রানে অলআউট হয়েছে সিলেট থান্ডার। জবাবে ব্যাটিং করছে রাজশাহী রয়্যালস।


আগ্রাসী খেলে ফিরলেন আফিফঃ


জাজাই দ্রুত ফিরলেও আরেক ওপেনার লিটন দাস এবং আফিফ হোসেনের আগ্রাসী ব্যাটিংয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যায় রাজশাহী। দুজন মিলে ৬২ রানের জুটি গড়েন।


তিনটি চার ও দুটি ছক্কায় ২৫ বলে ৩০ রান করে নাভিন উল হকের বলে সিলেটের অধিনায়ক মোসাদ্দেক হোসেনকে ক্যাচ দিয়ে ফিরে যান আফিফ। 


নাঈমের উইকেট মেইডেনঃ



promotional_ad

দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারেই হজরতউল্লাহ জাজাইকে (০) বোল্ড করেন নাঈম হাসান। সেই ওভারে কোনও রান দেননি তিনি।


সংক্ষিপ্ত স্কোরঃ


সিলেট থান্ডারঃ ৯১/১০ (১৫.৩ ওভার)
(মিঠুন ২০, মোসাদ্দেক ২০; কাপালি ৩/১৭)
রাজশাহী রয়্যালসঃ ৬২/২ (৭ ওভার)
(লিটন ২৮*, মালিক ০*)


মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে রয়্যালসের বোলারদের সম্মিলিত প্রচেষ্টার সামনে এ দিন দাঁড়াতেই পারেনি থান্ডার। টস হেরে ব্যাটিং করতে নেমে শুরুতে দেখেশুনে শুরু করলেও সেটা ধরে রাখতে পারেননি রনি তালুকদার এবং জনসন চার্লস। আন্দ্রে রাসেলের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন রনি। যাওয়ার আগে করেন ১৭ বলে ১৯ রান।


এরপর ইনিংসের পঞ্চম ওভারের শেষ দুই বলে ক্যারিবিয়ান তারকা জনসন চার্লস (১৬) এবং শ্রীলঙ্কার জীবন মেন্ডিসকে (০) বোল্ড করেন কাপালি। অভিজ্ঞ এই লেগ স্পিনারের বল বুঝতেই পারেননি এই দুজন।


৪১ রানের মধ্যে তিন উইকেট পড়ার পর জুটি গড়ার চেষ্টায় ছিলেন মোহাম্মদ মিঠুন এবং মোসাদ্দেক হোসেন। কিন্তু আগের ম্যাচে ৯৬ রানের জুটি গড়া এই দুই ব্যাটসম্যান এ দিন বড় জুটি গড়তে ব্যর্থ হন। দুজনের ব্যাটে আসে ২০ রান করে। দুজনই ফিরেছেন রবি বোপারার স্লোয়ারে।



রাসেল প্রথম উইকেট নেয়ার পর কাপালি জোড়া আঘাত হানেন, এরপর বোপারাও জোড়া আঘাত করেন। এই দুজনের পর সিলেট শিবিরে জোড়া আঘাত হানেন ফরহাদ রেজা। তাঁর শিকার নাজমুল হোসেন মিলন (১০) এবং নাঈম হাসান (১)।


শেষদিকে নাজমুল ইসলাম অপুকে (০) ফিরিয়ে নিজের তৃতীয় উইকেট পূর্ণ করেন কাপালি। ঢাকা প্লাটুনের বিপক্ষে আগের ম্যাচে তিনটি রানআউট করা বোপারা এই ম্যাচেও একটি রানআউট করেন।


রাজশাহী রয়্যালস একাদশঃ লিটন দাস (উইকেটরক্ষক), হজরতউল্লাহ জাজাই, অলক কাপালি, রবি বোপারা, আফিফ হোসেন ধ্রুব, আন্দ্রে রাসেল (অধিনায়ক), আবু জায়েদ চৌধুরী, শোয়েব মালিক, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম ও মিনহাজুল আবেদীন আফ্রিদি।


সিলেট থান্ডার একাদশঃ জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), জীবন মেন্ডিস, নাজমুল হোসেন, নাঈম হাসান, নাভিন উল হক, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন ও নাজমুল ইসলাম অপু।
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball