সিলেট একাদশে একটি পরিবর্তন, অপরিবর্তিত রাজশাহী

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরে শুক্রবার (১৩ ডিসেম্বর) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে রাজশাহী রয়্যালস এবং সিলেট থান্ডার। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুপুর দুইটায় শুরু হবে ম্যাচটি।
ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন রাজশাহী রয়্যালসের অধিনায়ক আন্দ্রে রাসেল। গত ম্যাচেও ঢাকার বিপক্ষে টস জেতেন তিনি।

আসরে নিজেদের প্রথম ম্যাচে ঢাকা প্লাটুনের বিপক্ষে নয় উইকেটের বড় জয় পায় রাজশাহী। এই ম্যাচের আগে তাই অনেকটাই মানসিক স্বস্তিতে আছে তারা। এ কারণে একাদশে কোনো পরিবর্তনও আনেনি রাসেলবাহিনী।
সিলেট থান্ডারে একাদশে জায়গা পেয়েছেন অফস্পিনার নাঈম হাসান। অভিজ্ঞ সোহাগ গাজির পরিবর্তে একাদশে জায়গা পান তিনি।
মোসাদ্দেক হোসেন সৈকতের সিলেট অবশ্য নিজেদের প্রথম ম্যাচে জয় পায়নি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে পাঁচ উইকেটে হারে তারা।
রাজশাহী রয়্যালস একাদশঃ লিটন দাস, হজরতউল্লাহ জাজাই, অলক কাপালি, রবি বোপারা, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরী, শোয়েব মালিক, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও আন্দ্রে রাসেল (অধিনায়ক)।
সিলেট থান্ডার একাদশঃ জনসন চার্লস, রনি তালুকদার, মোহাম্মদ মিঠুন (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), জীবন মেন্ডিস, নাজমুল হোসেন, নাঈম হাসান, নাভিন উল হক, ক্রিসমার সান্টোকি, এবাদত হোসেন ও নাজমুল ইসলাম অপু।