হাত খুলে খেলছেন সিমন্স-ওয়ালটন

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সঃ ৩৯/০ (৬ ওভার)
(সিমন্স ২০*, ওভালটন ১৭*)

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স এবং খুলনা টাইগার্স। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন খুলনা টাইগার্স অধিনায়ক মুশফিকুর রহিম।
হাত খুলে খেলছেন সিমন্স-ওয়ালটনঃ
টসে হেরে ব্যাটিংয়ে নেমে খুলনার বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু হাত খুলে খেলতে পারেননি চট্টগ্রামের দুই ওপেনার ল্যান্ডেল সিমন্স এবং চ্যাডউইক ওয়ালটন। দুজনই রানের জন্য হাঁসফাঁস করেছেন। তবে সময়ের সঙ্গে হাত খুলে খেলেছে দুজনই।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
রায়াদ এমরিট (অধিনায়ক), ইমরুল কায়েস, নাসির হোসেন, নুরুল হাসান সোহান, চ্যাডউইক ওয়ালটন, রুবেল হোসেন, নাসুম আহমেদ, মুক্তার আলী, কেসরিক উইলিয়ামস, ল্যান্ডেল সিমন্স এবং এনামুল হক জুনিয়র।
খুলনা টাইগার্স:
মুশফিকুর রহিম (অধিনায়ক) , রাইলি রুশো, রবার্ট ফ্রাইলিঙ্ক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, শামসুর রহমান শুভ, রহমতউল্লাহ গুরুবাজ, মেহেদী হাসান মিরাজ, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম এবং মোহাম্মদ আমির।