promotional_ad

ও’ডনেলের ক্লাসে নাঈম শেখ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ওয়ানডে এবং টি-টোয়েন্টি মিলিয়ে সর্বশেষ ৯ ইনিংস আগে হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন নাঈম শেখ। এর মধ্যে সর্বোচ্চ ৪৫, ইমার্জিং এশিয়া কাপে নেপালের বিপক্ষে। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের উদ্বোধনী ম্যাচে ১৭ রান করেই থেমেছেন তরুণ এই ব্যাটসম্যান। 


যে কারণে নিজের ফর্ম নিয়ে দুশ্চিন্তায় আছেন নাঈম। ফর্মে ফিরতে বা বড় ইনিংসের খেলতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। এর জন্য নাঈম শরণাপন্ন হয়েছেন রংপুর রেঞ্জার্সের কোচ মার্ক ও’ডনেলের।



promotional_ad

বুধবার কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে ১০৫ রানের বড় ব্যবধানে হেরেছে রংপুর। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য দলটির। বৃহস্পতিবার ছিল দলটির ঐচ্ছিক অনুশীলন। বিদেশিদের মধ্যে মোহাম্মদ নবি-শাহজাদরা আসেননি এদিন। 


জুনায়েদ খান-টম অ্যাবেলদের সঙ্গে দেশি ক্রিকেটারদের নিয়ে বেলা ১১টায় মিরপুরের একাডেমি মাঠে হাজির হন রংপুরের প্রধান কোচ ও’ডনেল এবং সহকারী কোচ মিজানুর রহমান বাবুল। শুরুতে ফুটবল খেলে গা গরম করে নেন ক্রিকেটাররা।


বেলা ১২টার দিকে নাঈম শেখকে নিয়ে আলাদাভাবে কাজ করতে দেখা যায় ও’ডনেলকে। প্রায় ২০ মিনিটের মতো কাজ করেন দুজন। ব্যাক??ুটে গিয়ে গায়ের জোরে কীভাবে শট খেলতে হয়, নাঈমকে সেটা বারবার দেখাচ্ছিলেন এই কিউই।



অনুশীলন শেষে নাঈম সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি। তবে ক্রিকফ্রেঞ্জির সঙ্গে একান্ত আলাপে কোচ ও‘ডনেল জানালেন, কী নিয়ে কাজ করেছেন তাঁরা। তিনি বলেন, ‘নাঈমের টেকনিক এবং বেসিক নিয়ে হাল্কা কাজ করেছি আজ। বড় কিছু নয়। ওকে ব্যাটিংয়ের সাধারণ বিষয়গুলোই দেখাচ্ছিলাম।’


বুধবার কুমিল্লার বিপক্ষে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া রংপুর। দলের ওপেনার নাঈম শেখকে নিয়ে তাই বাড়তি কাজ করেছেন কিউই কোচ ও‘ডনেল। ১৪ ডিসেম্বর চট্টগ্রামের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে নামবে রংপুর রেঞ্জার্স।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball