তাসের ঘরের মতো ভেঙে পড়ল ঢাকার মিডল অর্ডার

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বিশেষ আসরে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ঢাকা প্লাটুন এবং রাজশাহী রয়্যালস। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী রয়্যালস। ব্যাটিং করছে ঢাকা।
তাসের ঘরের মতো ঢাকার ব্যাটিং লাইনআপঃ
দেখেশুনেই খেলছিলেন বিজয় ও জাকের আলী। কিন্তু দলীয় ৭৮ রানে রানআউট হয়ে ফিরে যান জাকের আলী (২১)। এরপরে একে একে ফিরে যান থিসারা পেরেরা, বিজয়, শহীদ আফ্রিদি ও আরিফুল হক।

মাত্র এক রান করা পেরেরাকে অধিনায়ক আন্দ্রে রাসেলের ক্যাচ বানিয়েছেন তাইজুল ইসলাম। ৩৩ বলে ৩৮ রান করা বিজয়কে ফেরান অলক কাপালি। আফ্রিদিকে শূন্য রানে বিদায় করেন রাজশাহীর ইংলিশ রিক্রুট রবি বোপারা। আরিফুল হককেও (৫) রান আউট করেন বোপারা।
ব্যর্থতা পিছু ছাড়ছে না তামিমেরঃ
দীর্ঘদিন পর ক্রিকেটে ফিরে রান করতে ব্যর্থ হয়েছেন ঢাকার ওপেনার তামিম ইকবাল। শের-ই-বাংলা স্টেডিয়ামের সবুজ উইকেটে আবু জায়েদ রাহির বলে ফিরে আফিফ হোসেনকে ক্যাচ দিয়ে ফিরে গিয়েছেন তামিম (৫)।
ইংল্যান্ড বিশ্বকাপে ব্যাট হাতে ব্যর্থ হওয়ার পর কেবল শ্রীলঙ্কা সফরে ছিলেন তামিম। সেখানেও ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খেয়েছেন তিনি। বাঁহাতি এই ওপেনার গত কয়েকটি সিরিজে ব্যাক্তিগত কারণে বাংলাদেশ দলের বাইরে ছিলেন।
এরপর আরেক ওপেনার এনামুল হক বিজয়কে সঙ্গ দিতে ব্যর্থ হন লরি ইভান্স (১৩)। ফরহাদ রেজার বলে অলক কাপালিকে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি।
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ৯১/৭ (১৫ ওভার)
ঢাকা প্লাটুন একাদশঃ তামিম ইকবাল, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মেহেদী হাসান, জাকের আলী, থিসারা পেরেরা, লরি ইভান্স, শহীদ আফ্রিদি, আরিফুল হক, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), ওয়াহাব রিয়াজ ও হাসান মাহমুদ।
রাজশাহী রয়্যালস একাদশঃ লিটন দাস, হজরতউল্লাহ জাজাই, অলক কাপালি, রবি বোপারা, আফিফ হোসেন ধ্রুব, আবু জায়েদ চৌধুরী, শোয়েব মালিক, ফরহাদ রেজা, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি ও আন্দ্রে রাসেল (অধিনায়ক)।