মুস্তাফিজ-সঞ্জিতদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে কুমিল্লা

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
কুমিল্লা ওয়ারিয়র্সঃঃ ১০৮/৬ (১৭ ওভার)
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নেমেছে রংপুর রেঞ্জার্স। ইতোমধ্যে এই ম্যাচের টস অনুষ্ঠিত হয়েছে। টসে জিতে ব্যাটিংয়ের কুমিল্লার অধিনায়ক দাসুন শানাকা।
দ্রুত উইকেট হারিয়ে বিপদে কুমিল্লাঃ
দেখে শুনে চড়াও হয়ে খেলতে থাকা ডেভিড মালান ব্যক্তিগত ২৫ রানে সঞ্জিত সাহাকে উড়িয়ে মারতে গিয়ে স্টাম্পিং হয়ে আউট হন। তাঁর ফেরার পর সাব্বিরকে সঙ্গ দিতে আসেন দাসুন শানাকা। এই জুটি বেশিক্ষণ স্থায়ী হয়নি সাব্বির ১৯ রান করে ফিরলে। সাব্বিরকে সঞ্জিতের ক্যাচ বানিয়েছেন মুস্তাফিজ। এরপর ২ রান করা লুইস গ্রেগরি বোল্ড হয়েছেন লুইস গ্রেগরির বলে।

রিভিউ নিয়ে ভানুকাকে ফেরালো রংপুরঃ
স্পিনার সঞ্জিত সাহার বলে এলবিডব্লিউ হয়ে আউট হয়েছেন ১৫ রান করা ভানুকা রাজাপাকশে। প্রথমে সঞ্জিতের আবেদনে সাড়া দেননি আম্পায়ার। এরপর রংপুরের অধিনায়ক মোহাম্মদ নবি রিভিউ নেন। টিভি রিপ্লেতে দেখা গেছে বল পিচিং এবং হিটিং ছিল স্টাম্পে। ফলে আউট দেন আম্পায়ার।
দারুণ শুরুর পর ফিরলেন সৌম্যঃ
শুরু থেকেই ব্যাট হাতে সাবলীল ছিলে সৌম্য সরকার। ওপেনার ভানুকা রাজাপাকশের সঙ্গে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন তিনি। ব্যক্তিগত ২৬ রানে সাবস্টিটিউট ফিল্ডার রিশাদ হোসেনের হাতে ক্যাচ দেন তিনি মুস্তাফিজুর রহমানের বলে।
শুরুর ধাক্কা সামলাচ্ছেন সৌম্য-ভানুকাঃ
ইনিংসের প্রথম বলেই মোহাম্মদ নবির বলে বোল্ড হয়ে আউট হয়েছেন ইয়াসির আলী। এরপর শুরুর ধাক্কা সামাল দেন ওপেনার ভানুকা রাজাপাকশে এবং টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার।
রংপুর রেঞ্জার্সঃ
মোহাম্মদ নবি (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ, লুইস গ্রেগরি, জুনাইদ খান, মুস্তাফিজুর রহমান, নাঈম শেখ, তাসকিন আহমেদ, ফজলে রাব্বি, জহুরুল ইসলাম, জাকির হাসান এবং সঞ্জিত সাহা।
কুমিল্লা ওয়ারিয়র্সঃ
মুজিব উর রহমান, ডেভিড মালান, দাসুন শানাকা (অধিনায়ক), ভানুকা রাজাপাকশে, সৌম্য সরকার, আল আমিন, ইয়াসির আলী, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি এবং মাহিদুল অঙ্কন।