মাশরাফিকে শুরু থেকেই পাওয়ার আশা সালাহউদ্দিনের

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বিশ্বকাপ থেকেই হ্যামস্ট্রিংয়ের চোট বয়ে বেড়াচ্ছেন মাশরাফি বিন মুর্তজা। এই চোটের কারণে বিশ্বকাপের পরপর শ্রীলঙ্কা সফর থেকেও ছিটকে যান হ্যামস্ট্রিংয়ে নতুন করে চোট পাওয়ায়। সেই চোট এখনও সেরে উঠেনি পুরোপুরি।
সপ্তাহ তিনেক আগে বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে অনুশীলন শুরু করেছেন তিনি। সেখানেই অনুশীলনে কোমরে চোট পেয়েছেন তিনি। এই চোটের কারণে এখনও বোলিং শুরু করতে পারেননি মাশরাফি।

এমন অবস্থার পরও বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই মাশরাফিকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ঢাকা প্লাটুনের কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। তিনি মনে করেন বিপিএল শুরুর আগেই সেরে উঠবে মাশরাফি।
এ প্রসঙ্গে সালাহউদ্দিন বলেছেন, 'যেকোনো প্লেয়ারের ক্ষেত্রেই আমরা আশা করি প্রথম থেকেই খেলবে। আমার মনে হয় সে পারবে। ইনজুরিটা মনে হয় সিরিয়াস কিছু না। ও বোলিংটা শুরু করলেই বোঝা যাবে সে কি অবস্থায় আছে।'
আগামী ১১ ডিসেম্বর পর্দা উঠছে বঙ্গবন্ধু বিপিএলের। এর আগে ১৭ নভেম্বর অনুষ্ঠিত হয়েছে বিপিএলের ড্রাফট। ড্রাফট থেকেই মাশরাফিকে দলে ভিড়িয়েছে ঢাকা প্লাটুন। এবারের আসরের দলটিকে নেতৃত্ব দেয়ারও কথা রয়েছে বাংলাদেশের এই ওয়ানডে অধিনায়কের।