promotional_ad

বিপিএলের ৭ দলের টিম ডিরেক্টর চূড়ান্ত

ছবিঃ বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে এবারের বিশেষ বিপিএলের নামকরণ করা হয়েছে ‘বঙ্গবন্ধু বিপিএল’। ইতোমধ্যে বিপিএলে অংশ নেয়া সাতটি দলের টিম ডিরেক্টরদের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


প্রতিটি দলের সঙ্গেই একজন করে বোর্ড পরিচালক টিম ডিরেক্টর হিসেবে থাকবেন। বোর্ড পরিচালকদের মধ্যে গাজী গোলাম মোর্তজা, জালাল ইউনুস, এনায়েত হোসেন সিরাজ, আকরাম খান, তানজিল চৌধুরী, নাঈমুর রহমান দুর্জয় ও খালেদ মাহমুদ সুজন সাত দলের দায়িত্ব পেয়েছেন।



promotional_ad

গাজী গোলাম মোর্তজা ঢাকা প্লাটুন, জালাল ইউনুস চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, এনায়েত হোসেন সিরাজ রাজশাহী রয়্যালস, আকরাম খান রংপুর রেঞ্জার্স, তানজিল চৌধুরী সিলেট থান্ডার্স, নাঈমুর রহমান দুর্জয় কুমিল্লা ওয়ারিয়র্স ও খালেদ মাহমুদ সুজন খুলনা টাইগার্সের টিম ডিরেক্টরের দায়িত্ব পালন করবেন।


এছাড়া জুয়াড়িদের কাছ থেকে বিপিএলে খেলা ক্রিকেটারদের দূরে রাখতে প্রতিটি দলের সঙ্গে একজন করে এন্টি করাপশন ইউনিটের কর্মকর্তা নিয়োগ দিচ্ছে বিসিবি। এই বিষয়টি শনিবার নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।


বঙ্গবন্ধু বিপিএলের সাত দলের মধ্যে কুমিল্লা ও রংপুরের ব্যবস্থাপনা এবং পরিচালনা করবে বিসিবি। বাকি ৫ দলের স্পন্সর হয়েছে পাঁচটি কর্পোরেট হাউজ। এগুলো হলো যমুনা ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, আকতার গ্রুপ, জেভিনি ফুটওয়্যার অ্যান্ড ক্রাফট, আইসিপি লিমিটেড।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball