promotional_ad

তামিম-এনামুলের ব্যাটে জিতল কুমিল্লা

promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


সংক্ষিপ্ত স্কোরঃ-


খুলনা টাইটান্সঃ ১৮১/৭ (২০ ওভার)
(জুনায়েদ ৭০, আল আমিন ৩২; আফ্রিদি ৩/৩৫)


কুমিল্লা ভিক্টোরিয়ান্সঃ ১৮৬/৭ (১৯.৪ ওভার)


(তামিম ৭৩, এনামুল ৪০; জুনায়েদ ৪/৩২)


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচে খুলনা টাইটান্সকে ৩ উইকেটের ব্যবধানে হারিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। খুলনার দেয়া ১৮২ রানের লক্ষ্য তারা পেরিয়ে গেছে ২ বল হাতে রেখে।


শেষ দিকে থিসারা পেরেরার ৭ বলে ১৮ রানের ক্যামিও ইনিংসে জয় নিয়ে মাঠ ছেড়েছে ভিক্টোরিয়ান্সরা। তাঁর সঙ্গে সাইফুদ্দিন ১ রান করে অপরাজিত ছিলেন। এর আগে বড় লক্ষ্যের জবাবে দুই ওপেনার তামিম-এনামুলের ব্যাটে দারুণ শুরু পায় কুমিল্লা। 


এই দুজনে ওপেনিং জুটিতে যোগ করেন ১১৫ রান। মাত্র ২৮ বলে অর্ধশতক তুলে নেয়া তামিম ব্যক্তিগত ৭৩ রানে লাসিথ মালিঙ্গাকে উড়িয়ে মারতে গিয়ে শান্তর হাতে ক্যাচ দিয়ে আউট হয়েছেন।



promotional_ad

৩৭ বলে ৪০ রান করা এনামুল হক বিজয় মাহমুদুল্লাহ রিয়াদের বলে উড়িয়ে মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ দিয়েছেন শান্তর হাতে। শামসুর মাত্র ১ রান করে রান আউটের ফাঁদে পড়ে আউট হয়েছেন।


ডসন ৪ রান করে শান্তর হাতে ধরা পড়েছেন। এরপর ইমরুলও ফিরে গেছেন ১১ বলে ২৮ রান করে। দুজনকেই নিজের শিকার বানিয়েছেন জুনায়েদ খান। আফ্রিদি ৯ বলে ১২ রান করে জুনায়েদ খানের বলে মাহিদুল ইসলামের হাতে ক্যাচ দিয়ে।


জিয়াউর রহমান ১ বলে কোনো রান  না করেই আউট হয়েছেন জুনায়েদের বলে ক্যাচ দিয়েছেন আল-আমিন জুনিয়রের হাতে। এরপর থিসারা পেরেরা ও সাইফুদ্দিন দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।


এর আগে, ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস।  খুলনার হয়ে ওপেন করতে নামা জহুরুল ইসলামকে ম্যাচের চতুর্থ বলে খালি হাতে ফিরিয়েছেন মোহাম্মদ সাইফুদ্দিন। থার্ড ম্যান অঞ্চলে জিয়াউর রহমানকে ক্যাচ দিয়ে ফিরেন জহুরুল।


প্রথম ওভারে উইকেট পড়লেও দ্বিতীয় ওভার থেকে দারুণ নিয়ন্ত্রণ নিয়ে খেলেছেন জুনায়েদ সিদ্দিকি এবং আল আমিন। আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লে'তে দলীয় সংগ্রহ এক উইকেটে ৬৫ রানে নিয়ে যান দুই জন। 


দুর্দান্ত ব্যাটিং করতে থাকা আল আমিনকে নিজের প্রথম বলেই থামিয়েছেন শহীদ আফ্রিদি। বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে আল আমিন করেন ১৯ বলে চারটি চার ও একটি ছক্কায় ৩২ রান।


আল আমিন- জুনায়েদ জুটির ব্যাট থেকে আসে ৭১ রান। আল আমিন ফেরার পর উইকেটে এসেই দ্রুতগতিতে রান তুলতে থাকেন খুলনার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু তাঁকেও থামিয়েছেন আফ্রিদি।


বোল্ড হয়ে ফিরে যাওয়ার আগে নয় বলে দুই ছক্কায় ১৬ রান করেন মাহমুদুল্লাহ। একপাশ আগলে রেখে দলের রান বাড়িয়ে নিচ্ছিলেন জুনায়েদ। আগ্রাসী ভঙ্গিমায় খেলে চলতি আসরে নিজের প্রথম ফিফটি তুলে নেন তিনি।



কিন্তু ব্যক্তিগত ৭০ রানে রানআউটের শিকার হয়ে ফিরেছেন জুনায়েদ। ৪১ বল খেলে চারটি চার ও চারটি ছক্কায় এই রান করেছেন তিনি। জুনায়েদ ফিরলে রান বাড়ানোর চেষ্টায় ছিলেন ডেভিড মালান।


কিন্তু ২৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় ২৯ রান করে আফ্রিদির বলে স্ট্যাম্পিং হয়ে ফিরে যান তিনি। শেষমেশ সাত উইকেটে ১৮১ রান করে থেমেছে খুলনার ইনিংস। কুমিল্লার হয়ে ৩৫ রান খরচায় তিনটি উইকেট শিকার করেছেন আফ্রিদি।


কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশঃ


এনামুল হক (উইকেটরক্ষক), তামিম ইকবাল, ইমরুল কায়েস (অধিনায়ক), থিসারা পেরেরা, শামসুর রহমান, শহীদ আফ্রিদি, লিয়াম ডসন, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহেদী হাসান, জিয়াউর রহমান।


খুলনা টাইটান্স একাদশঃ


মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকি, লাসিথ মালিঙ্গা, কার্লোস ব্র্যাথওয়েট, জুনায়েদ খান, জহুরুল ইসলাম (উইকেটরক্ষক), ডেভিড মালান, আল আমিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball