আইসিসির ছাড়পত্র পেল টি-টেন লীগ

ছবি:

ক্রিকেটকে বিশ্ব জুড়ে ছড়িয়ে দেয়ার লক্ষ্যে টি-টেন ক্রিকেট লীগকে অনুমতি দিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। চলতি বছর অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের দ্বিতীয় আসর।
আইসিসির অনুমতি ছাড়াই গত আসরে এই টুর্নামেন্টটি মাঠে গড়িয়েছিল। গত আসরের মতো এবারও টুর্নামেন্টটি মাঠে গড়াবে শারজাহতে। গত আসরে ৬ দল নিয়ে এই টুর্নামেন্টের যাত্রা শুরু হয়।
এবারের আসরে দল বেড়েছে দুটি। অংশগ্রহণকারী দলের সংখ্যা এখন মোট ৮টি। আগামী সেপ্টেম্বরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। তবে প্লেয়ার্স ড্রাফটের আগেই দলগুলো নিজেদের আইকন ক্রিকেটার নির্ধারণ করেছে।

আফগানিস্তানের তারকা লেগ স্পিনার রশিদ খান (মারাঠা অ্যারাবিয়ান্স), পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি (পাখতুনস), শোয়েব মালিক (পাঞ্জাবি লিজেন্ডস), মরগ্যান (কেরালা কিংস), নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্র্যান্ডন ম্যাককালাম (রাজপুতস), ওয়েস্ট ইন্ডিজের সুনিল নারাইন (বেঙ্গল টাইগার্স), ড্যারেন স্যামি (নর্দার্ন ওয়ারিয়র্স) এবং অস্ট্রেলিয়ার শেন ওয়াটসন (করাচিয়ানস) আইকন ক্রিকেটার হিসেবে নিজ নিজ দলে যোগ দিয়েছেন।
কিছুদিন আগে ক্রিকেটের এই সংক্ষিপ্ত ফরম্যাটকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য হুমকি মনে করলেও বর্তমানে এই টুর্নামেন্ট প্রসঙ্গে ধারণা বদলে গেছে আইসিসির। তারা মনে করেন এই ফরম্যাটকে ক্রিকেটে যুক্ত করলে তা আর্থিক সচ্ছলতা দিবে আইসিসিকে।
এদিকে, টি-টোয়েন্টি ফরম্যাটের জনপ্রিয়তায় টেস্ট এবং ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমেই কমছে। এরই মধ্যে টি-টেন লীগের অনুমতি লম্বা ফরম্যাটের ক্রিকেটের জন্য কতটা হুমকি তা সময়ই বলে দেবে।