হেরেও তৃপ্ত ক্যালিস

ছবি:

ফাইনালে উঠতে না পারলেও এবারের আইপিএলে দুর্দান্ত খেলেছে কলকাতা নাইট রাইডার্স, দাবী করছেন দলটির কোচ জ্যাক ক্যালিস। কলকাতার হয়ে আইপিএল ক্যারিয়ার শেষ করা এই ক্রিকেটার ভারতের আনন্দবাজার পত্রিকার কলামে এমনটা লিখেছেন।
'জানি আমার ছেলেদের কাছে এমন একটা হার হজম করা কঠিন। এই হারের ব্যথায় প্রলেপ পড়তে আর কিছু দিন লাগবে। কিন্তু একই সঙ্গে এটাও ঘটনা যে এ বারের প্রতিযোগিতায় আমরা বেশ কিছু ম্যাচ জিততে পেরেছি দাপটের সঙ্গে খেলে।'
একইসঙ্গে তিনি মনে করেন, সামনের আইপিএল গুলোতে উজ্জ্বল ভবিষ্যৎ আছে কলকাতার ক্রিকেটারদের। দলের কমবয়সী ক্রিকেটারদের দিকেই ইঙ্গিত করছেন তিনি। তার ভাষায়,

'ফাইনাল খেলতে না পারলেও এ বারের প্রতিযোগিতাতেও নাইট রাইডার্সকে আমি সফলই বলব। সব মিলিয়ে দলটা যা খেলেছে, তাতে সবার সন্তুষ্ট হওয়ারই কথা। আমাদের দলে এখন এক ঝাঁক তরুণ প্রতিভা। আগামী দিনে নিশ্চয়ই ওরাই দলটা আরও এগিয়ে দেবে।'
তবে আসরের অলিখিত সেমিফাইনালে যে দলটির কাছে হেরেছেন সেই সানরাইজার্স হায়দ্রাবাদেরও দারুণ প্রশংসা করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটার। তিনি জানান,
'মারাত্মক চাপে থেকেও ওরা যে ভাবে হাল না ছাড়ার মানসিকতা দেখিয়েছে তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। ওরা সত্যিই অনমনীয় একটা দল। আমাদের বিরুদ্ধেই প্রথম নয়। এর আগেও ওরা প্রায় হারা ম্যাচ জিতে ফিরেছে।'