'স্টাইলিশ প্লেয়ার অফ দ্যা ম্যাচ' নির্বাচিত সাকিব

ছবি:

আসরে তের ইনিংস ব্যাটিং করে মাত্র ২৮৪ রান করেছেন হায়দ্রাবাদের ব্যাটসম্যান মানিশ পান্ডে। সেমিফাইনাল মর্যাদার ম্যাচে তাই তাকে বসিয়ে রাখলো সানরাইজার্স হায়দ্রাবাদের থিঙ্ক ট্যাঙ্ক।
দলে নিলো আরেক ব্যাটসম্যান দিপক হুদাকে। তবে মানিশ পান্ডে না থাকাতে মিডল অর্ডার সামলানোর পুরো দায়িত্ব পরে সাকিব আল হাসানের কাঁধে। কলকাতার সাবেক এই অলরাউন্ডার নিজের পুরানো দলের বিপক্ষে নিরাশ করেননি।
৬০ রানে যখন দলের দুটি উইকেট নেই, তখন ব্যাট করতে নেমে দেখেশুনে খেলে গেলেন। শেষপর্যন্ত ২৪ বলে চারটি চারের সহযোগে করেছেন ২৮ রান। মাঝের সময়টায় দারুণভাবে সামাল দিয়ে রানআউট হয়ে ফিরে গেছেন তিনি।

আর শেষদিকে রশিদ খানের ক্যামিওতে (১০ বলে ৩৪*) ১৭৪ রানের বড় রান পায় হায়দ্রাবাদ। বোলিংয়ে আসার পরেও সাকিবের ভেলকি দেখল কলকাতা। তিন ওভারে ১৬ রান দিয়ে নিয়েছেন একটি উইকেট।
সেটাও আবার আসরে দুর্দান্ত ফর্মে থাকা কলকাতার অধিনায়ক দিনেশ কার্তিককে বোল্ড আউট করে। তার সেই উইকেটের পরেই চটজলদি আরও তিনটি উইকেট নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে আনে হায়দ্রাবাদ।
শেষপর্যন্ত ১৪ রানের আকাঙ্খিত জয়ও পায় দলটি। এদিকে ম্যাচে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 'স্টাইলিশ প্লেয়ার অফ দ্যা ম্যাচ' নামক পুরস্কারটি পেয়েছেন বিশ্বের মঞ্চে বাংলাদেশ ক্রিকেটের প্রতিনিধি সাকিব।