কলকাতার বিপক্ষেই লড়তে হবে সাকিবদের

ছবি:

এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসকে ২৫ রানে হারিয়ে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে উঠলো শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স। আর এই জয়ে কলকাতার আগামী ম্যাচের প্রতিপক্ষ সাকিবদের সানরাইজার্স হায়দ্রাবাদ।
ইডেনে অবশ্য কাকতালীয়ভাবে স্বাগতিক সুবিধা পেয়ে গিয়েছিলো কলকাতা। যদিও টসে হেরে শুরুটা ভালো করেনি তারা। দলীয় ৫১ রানের মধ্যেই চার উইকেট হারিয়েছে তারা।
এদিনে ব্যর্থ ছিলেন সুনিল নারিন (৪), ক্রিস লিন (১৮), রবিন উথাপ্পা (৩) ও নিতিশ রানা (৩)। এরপরে হাল ধরেন অধিনায়ক দিনেশ কার্তিক এবং শুবমান গিল। কার্তিক করেন ৩৮ বলে চারটি চার আর দুটি ছক্কায় ৫২ রান।

গিল করেন ১৭ বলে ২৮ রান। তবে শেষদিকে বিধ্বংসী এক ইনিংস খেলেন আন্দ্রে রাসেল। ২৫ বলে তিনটি চার ও পাঁচটি বিশাল ছক্কায় ৪৯ রান করে অপরাজিত থাকেন তিনি।
আর তার এই রানের সুবাদে সাত উইকেটে ১৬৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে কলকাতা। রাজস্থানের হয়ে দুটি করে উইকেট নেন কৃষ্ণাপ্পা গৌতম, জোফরা আর্চার এবং বেন লাফলিন।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে রাজস্থান। ওপেনিং জুটিতে ৪৭ রান তোলে তারা। রাহুল ত্রিপাঠি ২০ রানে ফিরে গেলে হাল ধরেন সাঞ্জু স্যামসন। একসময় আরেক ওপেনার রাহানেও বিদায় নেন।
অধিনায়কে??? ব্যাট থেকে আসে ৪১ বলে চারটি চার ও একটি ছক্কায় ৪৬ রান। স্যামসনও ৩৮ বলে ৫০ রান করে বিদায় নেন। ক্রমশ রানরেট বাড়ায় শেষমেশ আর জিততে পারেনি রাজস্থান।
বিশ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৪ রানে থেমে যায় তারা। কলকাতার হয়ে দুটি উইকেট নেন পীযূষ চাওলা। একটি করে উইকেট নেন পেসার প্রসিধ কৃষ্ণ এবং স্পিনার কুলদিপ যাদব।