নিয়ন্ত্রিত প্রথম ওভার সাকিবের

ছবি:

আইপিএলের পুরো আসর জুড়েই এবার ব্যাট হাতে দারুণ খেলেছেন শিখর ধাওয়ান-কেন উইলিয়ামসনরা। চেন্নাইয়ের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে দুজনই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। দাঁড়াতে পারেননি দলের অন্য ব্যাটসম্যানরাও। ফলে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৯ রান করেছে হায়দ্রাবাদ।
এই মামুলি লক্ষ্য তাড়া করতে নেম শুরুটা ভালো হয়নি চেন্নাইয়েরও তারা রানের খাতা খোলার আগেই ওপেনার শেন ওয়াটসনের উইকেট হারিয়েছে। তারপর নিজের প্রথম ওভারেই হায়দ্রাবাদের পেসার কউল পরপর দুই বলে বোল্ড করে ফিরিয়েছেন রায়না (২২) ও রাইডুকে (০)।
হায়দ্রাবাদের এগারো তম ওভারে ম্যাচে প্রথমবার বোলিংয়ে আসেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। প্রথম ওভারে তিনি দিয়েছেন ছয় রান। এই রিপোর্ট লিখা পর্যন্ত চেন্নাইয়ের সংগ্রহ ১১ ওভারে চার উইকেটে ৫৬ রান।
এর আগে ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন চেন্নাই দলপতি মহেন্দ্র সিং ধোনী। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি হায়দ্রাবাদের। ইনিংসের প্রথম বলেই সাজঘরে ফিরেন ওপেনার শিখর ধাওয়ান। শুরুর এই চাপ আর সামলে উঠতে পারেনি হায়দ্রাবাদ।

তারা দলীয় ৫০ রানের মধ্যে হারিয়ে ফলে টপ-মিডেল অর্ডারের ৪ ব্যাটম্যানকে। সাজঘরে ফিরেন উইকেটরক্ষক গোস্বামী (১২), অধিনায়ক কেন উইলিয়ামসন (২৪) ও অলরাউন্ডার সাকিব আল হাসান (১২)।
শেষ দিকে ইউসুফ পাঠানের ২৪ ও কার্লোস ব্রাথওয়েটের অপরাজিত ৪৩ রানে লড়াইয়ের পুঁজি পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। চেন্নাইয়ের হয়ে, ডোয়াইন ব্রাভো ২ টি ও ১টি করে উইকেট দখল করেন চাহার, এনগিদি, শার্দুল ও জাদেজা।
সানরাইজার্স হায়দরাবাদ (একাদশ):
শিখর ধাওয়ান, শ্রীভাতস গোস্বামী (উইকেটরক্ষক), কেন উইলিয়ামসন (অধিনায়ক), মনিশ পাণ্ডে, সাকিব আল হাসান, ইউসুফ পাঠান, কার্লোস ব্র্যাথওয়েট, রশিদ খান, ভুবনেশ্বর কুমার, সিদ্ধার্থ কউল, সন্দীপ শর্মা।
চেন্নাই সুপার কিংস (একাদশ):
অম্বাতি রায়ুডু, শেন ওয়াটসন, সুরেশ রায়না, ফাফ ডু প্লেসিস, এমএস ধোনি (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, ডোয়াইন ব্রাভো, হরভজন সিং, দীপক চাহার, শারদুল ঠাকুর, লুঙ্গি এনগিদি।