promotional_ad

তবুও দুর্বল মুম্বাইয়ের বোলিং!

promotional_ad

 


হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আজ প্রথমবারের মতো মাঠে নামবে সাকিব আল হাসানের সানরাইজার্স হায়দ্রাবাদ এবং মুস্তাফিজুর রহমানের মুম্বাই ইন্ডিয়ান্স। আর দুই বাংলাদেশি ক্রিকেটারের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষাতেই এখন অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন দেশের ক্রিকেট প্রেমীরা। 


বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত এই ম্যাচের আগে দুই দলের শক্তিমত্তা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক এবং সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া। সাকিব, রশিদ, স্ট্যানলেক, ভুবনেশ্বরদের নিয়ে গড়া বোলিং লাইন আপ যেকোনো দলের জন্য বিপদ বয়ে আনতে পারে বলে বিশ্বাস করেন আকাশ। এক ভিডিও বার্তায় তিনি বলেছেন,     



promotional_ad

'আমরা যদি তাঁদের (হায়দ্রাবাদের) শক্তিমত্তা নিয়ে কথা বলি তাহলে বলতে হবে হায়দ্রাবাদের দুর্দান্ত একটি বোলিং ইউনিট রয়েছে। বিলি স্ট্যানলেক। রশিদ খান, সাকিব আল হাসান, ভুবনেশ্বর কুমার...... তাদের চার জন বোলার রয়েছে যারা ১৬ ওভার কাভার দিতে পারে।'


আকাশ আরো বলেন, 'এরপর বাকি চার ওভার সিদ্ধার্থ কাউল করতে পারে। পরবর্তীতে, যদি প্রয়োজন হয় তারা দীপক হুদা এবং ইউসুফ পাঠানকেও ব্যবহার করতে পারে। বোলিংই তাদের শক্তি।'


এদিকে মুম্বাই ইন্ডিয়ান্স দল থেকে ইতিমধ্যে ইনজুরির কারণে ছিটকে পড়েছেন অজি পেসার প্যাট কামিন্স। আর এই কারণে মুম্বাইয়ের বোলিং লাইন আপ কিছুটা দুর্বল হয়ে গেছে বলে মনে করেন আকাশ। তিনি বলেন, 



'তাদের (মুম্বাই) দলে এখন প্যাট কামিন্স নেই। সে ফিরেও আসছে না, চলে গিয়েছে। তাই মুস্তাফিজুর রহমান, মিচেল ম্যাক্লেনেগান এবং জাসপ্রিত বুমরাহদের নিয়ে গড়া বোলিং লাইন আপ কিছুটা দুর্বল মনে হচ্ছে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball