promotional_ad

প্রাইম ব্যাংকের অধিনায়ক-কোচ ও ম্যানেজারকে ৫০ হাজার টাকা করে জরিমানা

রান আউট বির্তকে ক্রিকেটারদের সঙ্গে প্রাইম ব্যাংকের মিডিয়া ম্যানেজার, ক্রিকফ্রেঞ্জি
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) উদ্বোধনী দিনেই একটি রান আউটকে ঘিরে বির্তক শুরু হয়েছিল। অবশেষে সেই রান আউটের বিতর্কের কারণেই প্রাইম ব্যাংকের কোচ, অধিনায়ক ও ম্যানেজারকে জরিমানা করা হয়েছে। এক ম্যাচ নিষিদ্ধ থাকতে হচ্ছে দলটির অধিনায়ক ইরফান শুক্কুরকে।

promotional_ad

আম্পায়ার ও ম্যাচ অফিশিয়ালসদের সঙ্গে অশোভন আচরণের জন্য প্রাইম ব্যাংকের প্রধান কোচ তালহা জুবায়ের ও অধিনায়ক ইরফান শুক্কুরকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে ম্যানেজার দেব চৌধুরিকেও সমান অঙ্কের আর্থিক দণ্ড দেয়া হয়েছে।


আরো পড়ুন

শামীমের ব্যাটে প্রাইম ব্যাংকের অবিশ্বাস্য জয়

২৩ ঘন্টা আগে
হাফ সেঞ্চুরির পথে শামীম পাটোয়ারি, ক্রিকফ্রেঞ্জি

এই ঘটনায় শুক্কুরের নামের পাশে যুক্ত করা হয়েছে তিনটি ডিমেরিট পয়েন্ট। এর আগে একটি ডিমেরিট পয়েন্ট থাকায় পরবর্তী ম্যাচে খেলা হচ্ছে না শুক্কুরের। যদিও রান আউট বিতর্ক কাটিয়ে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে ভর করে ৩ উইকেটের জয় তুলে নিয়ে মাঠ ছেড়েছিল প্রাইম ব্যাংক।


রূপগঞ্জের ২১৬ রানের লক্ষ্য তাড়া করতে ২৩ রানের মাথায় ফাহাদ হোসেনের লেগ স্টাম্পে করা গুড লেংথ ডেলিভারিতে মিড অনে ঠেলে দিয়ে দৌড় দিয়েছিলেন শুক্কুর। বাঁহাতি ব্যাটার দৌড়ে প্রায় পৌঁছেও গিয়েছিলেন। এমন সময় মিড অন থেকে বল কুড়িয়ে সরাসরি থ্রোতে স্টাম্প ভাঙেন আল আমিন হোসেন জুনিয়র।



promotional_ad

অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকা ইশতিয়াক আহমেদ নাদিম কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থেকে তৃতীয় আম্পায়ারের দ্বারস্থ হোন। রান আউটের সিদ্ধান্তের দায়ভার তৃতীয় আম্পায়ারের কাঁধে তুলে দেয়ার কয়েক সেকেন্ডের মধ্যে ইরফানকে আউট দেন ইশতিয়াক নাদিম। আম্পায়ারের এমন সিদ্ধান্তের পরই বাকবিতাণ্ডার ঘটনা ঘটে।


ব্যাটার ইরফান প্রশ্ন তোলেন তৃতীয় আম্পায়ার সিদ্ধান্ত জানানোর আগেই অনফিল্ড আম্পায়ার কীভাবে আউট দিলেন। এমন ঘটনার প্রতিবাদ করতে ড্রেসিং রুমে থেকে ছুঁটে আসেন তালহা জুবায়েরও। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের প্রধান কোচের প্রতিবাদ থেকে ছুঁটে আসেন ম্যাচ রেফারি আখতার আহমদ শিপার।


তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে শিপার নিশ্চিত করেন প্রাইম ব্যাংক ও রূপগঞ্জ টাইগার্সের ম্যাচে কোনো তৃতীয় আম্পায়ার নেই। বিসিবির ম্যাচ সেন্টার অ্যাপে তৃতীয় আম্পায়ার হিসেবে কামরুজ্জামান লিমনের নাম থাকলেও তাকে দেখা যায়নি। যদিও এমন তথ্য ম্যাচের আগে থেকেই জানতেন দুই দলের ক্রিকেটাররা। এই ঘটনায় প্রায় আধা ঘণ্টা বন্ধ ছিল খেলা।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball