promotional_ad

ফাইনালে যেতে ২৬৫ রান করতে হবে ভারতকে

অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ ৭৩ রানের ইনিংস খেলেছেন স্টিভ স্মিথ
ট্রাভিস হেড ভালো শুরু পেলেও তাকে হাফ সেঞ্চুরি পেতে দেননি বরুণ চক্রবর্তী। সেটা অবশ্য পুষিয়ে দিয়েছিলেন স্টিভ স্মিথ ও অ্যালেক্স ক্যারি। তবে তাদের দুজনের হাফ সেঞ্চুরির পরও জশ ইংলিস, গ্লেন ম্যাক্সওয়েলদের ব্যর্থতায় ২৬৪ রানের বেশি তুলতে পারেনি অস্ট্রেলিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে যেতে ২৬৫ রান করতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিকে।

promotional_ad

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি অস্ট্রেলিয়ার। চোটের কারণে ছিটকে যাওয়া ম্যাথু শর্টের বদলি হিসেবে খেলতে নেমে মোহাম্মদ শামির বল যেন খেলতেই পারছিলেন না কুপার কনোলি। ডানহাতি পেসারের বেশিরভাগ ডেলিভারিই ব্যাটে-বলে করতে পারেননি অস্ট্রেলিয়ার ওপেনার। শেষ পর্যন্ত শামির অফ স্টাম্পের বাইরের স্লোয়ার ডেলিভারিতে কাট করতে গিয়ে উইকেটের পেছনে রাহুলের গ্লাভসে ক্যাচ দিয়েছেন। 


আরো পড়ুন

দুবাই ঘরের মাঠ নয়, এখানে আমরা বেশি ম্যাচ খেলি না: রোহিত

১০ ঘন্টা আগে
জাতীয় সংগীতের সময় ভারত, ফাইল ফটো

আরেক ওপেনার ট্রাভিস হেডও সুবিধা করে উঠতে পারছিলেন ভারতের দুই পেসারের বিপক্ষে। হার্দিকের করা ইনিংসের তৃতীয় ওভারের তৃতীয় বলে চার মেরে জড়তা কাটিয়ে উঠেন হেড। বাঁহাতি ওপেনার পরের বলে ছক্কা মেরেছেন স্কয়ার লেগ দিয়ে। পরের ওভারে শামিকে হ্যাটট্রিক চার মেরে ভারতকে ভয় ধরাতে থাকেন তিনি। যদিও মাথাব্যথার কারণ হয়ে ওঠার আগেই হেডকে বিদায় করেছেন বরুণ চক্রবর্তী। ডানহাতি স্পিনারের ঝুলিয়ে দেয়া ফুল ডেলিভারিতে লং অনের উপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন তিনি। 



promotional_ad

টাইমিংয়ে গড়বড় হওয়ায় গিলের হাতে ক্যাচ দিয়েছেন ৩৯ রান করা হেডকে। পাওয়ার প্লেতে দুই উইকেট হারানোর পর অস্ট্রেলিয়ার হাল ধরেন স্মিথ ও ল্যাবুশেন। তাদের দুজনের ব্যাটে একশ পার করে অস্ট্রেলিয়া। তবে একশ পেরিয়ে যাওয়ার পর ল্যাবুশেন ও স্মিথের ৫৬ রানের জুটি ভাঙেন জাদেজা। বাঁহাতি স্পিনারের গুড লেংথ ডেলিভারিতে ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টায় লেগ বিফোর উইকেট হয়েছেন ল্যাবুশেন। সাবলীল ব্যাটিং করতে থাকা ডানহাতি ব্যাটার ফিরেছেন ২৯ রানে। 


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ শর্টের, বদলি কনোলি

৩ মার্চ ২৫
কুপার কনোলি (বামে) ও ম্যাথু শর্ট (ডানে), ফাইল ফটো

একটু পর হাফ সেঞ্চুরি তুলে নেন স্মিথ। বরুণের বলে লং অফে ঠেলে দিয়ে ৬৮ বলে পঞ্চাশ ছুঁয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। স্মিথকে অবশ্য সঙ্গ দিতে পারেননি জশ ইংলিস। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করা ব্যাটারকে ফিরিয়েছেন জাদেজা। বাঁহাতি স্পিনারের লেংথ ডেলিভারিতে কভারের উপর দিয়ে খেলার চেষ্টায় কোহলির হাতে ক্যাচ দিয়েছেন। সেঞ্চুরির আগে ফিরেছেন স্মিথও। শামির লো ফুলটস ডেলিভারিতে বোল্ড হয়েছেন ৯৬ বলে ৭৩ রানের ইনিংস খেলে অজি অধিনায়ক। 



সেমি ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ গ্লেন ম্যাক্সওয়েল। অক্ষরের বলে ব্যাকফুটে গিয়ে খেলার চেষ্টায় বোল্ড হয়েছেন ৭ রান করা এই ব্যাটার। পরবর্তীতে টেইলএন্ডার ব্যাটারদের নিয়ে অস্ট্রেলিয়াকে টেনে নিয়ে গেছেন ক্যারি। ৪৮ বলে হাফ সেঞ্চুরি করা ক্যারি শেষ পর্যন্ত আউট হয়েছেন ৬১ রানের ইনিংস খেলে। স্মিথ ও ক্যারির হাফ সেঞ্চুরির পরও ২৬৪ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন শামি। এ ছাড়া জাদেজা ও বরুণ দুটি করে উইকেট শিকার করেছেন। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball