রানার ডাবল উইকেট মেডেন

ছবি:

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
সিলেট থান্ডারঃ ৭৪/৫ (১৩ ওভার)
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঘরের মাঠে সিলেট থান্ডারের বিপক্ষে খেলতে নেমেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এই ম্যাচের টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
রানার ডাবল উইকেট মেডেনঃ

ফ্লেচার ফেরার পর বেশিক্ষণ টিকতে পারেননি মিঠুন। তিনি ১৫ রান করে ফিরেছেন মেহেদী হাসান রানার শিকার হয়ে। একই ওভারে চট্টগ্রামের এই পেসার জনসন চার্লসকে আউট করেছেন ৩ রানে। সেই ওভারে কোনো রানই খরচ করেননি চট্টগ্রামের এই পেসার।
সাজঘরে ফ্লেচার-মিঠুনঃ
আন্দ্রে ৬ রান করা শফিকউল্লাহ শফিককে ফিরিয়েছেন রুবেল হোসেন। তৃতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে সিলেটকে এগিয়ে নিচ্ছিলেন মোহাম্মদ মিঠুন এবং আন্দ্রে ফ্লেচার। ৩৮ রান করা ফ্ল???ভচারকে আউট করেছেন মুক্তার আলী।
শুরুতেই উইকেট হারালো সিলেটঃ
টসে হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি সিলেট। নাসুম আহমেদের করা প্রথম ওভার থেকে কোনো রানই তুলে নিতে পারেননি সিলেটের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার এবং রনি তালুকদার। এরপর ইনিংসের চতুর্থ ওভারে বল করতে এসে ২ রান করা রনি তালুকদারকে বোল্ড করেছেন চট্টগ্রামের পেসার মেহেদী হাসান।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স:
চ্যাডউইক ওয়ালটন, লেন্ডল সিমন্স, আভিস্কা ফারনান্দো, ইমরুল কায়েস, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান, নাসুম আহমেদ, রুবেল হোসেন, মুক্তার আলী, কেসরিক উইলিয়ামস এবং মেহেদী হাসান,।
সিলেট থান্ডার:
রনি তালুকদার, আন্দ্রে ফ্লেচার, জনসন চার্লস, মোহাম্মদ মিঠুন, সফিকউল্লাহ শফিক, মোসাদ্দেক হোসেন (অধিনায়ক), নাঈম হাসান, দেলওয়ার হোসেন, ক্রিসমার সান্টোকি, নাজমুল ইসলাম এবং এবাদত হোসেন।