রনির এক ওভারে থিসারার ২২

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
ঢাকা প্লাটুনঃ ১৩৩/৩ (১৬ ওভার) (তামিম ৬৩*, পেরেরা ২২*)
বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুক্রবারের (১৩ ডিসেম্বর) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে মাশরাফি বিন মুর্তজার ঢাকা প্লাটুন এবং দাসুন শানাকার কুমিল্লা ওয়ারিয়র্স। এই ম্যাচের শুরুতে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ওয়ারিয়র্স অধিনায়ক দাসুন শানাকা।
রনির এক ওভারে থিসারার ২২ঃ

লরি ইভান্স ২৪ বলে ২৩ রান করে ফেরার পর উইকেটে আসেন থিসারা পেরেরা। এরপর আবু হায়দার রনির করা এক ওভারেই তিনি নিয়েছেন ২২ রান। এর মধ্যে একটি ছয় এবং ৩টি চার ছিল।
তামিমের হাফ সেঞ্চুরিঃ
শুরুতে দেখে শুনে খেললেও সেট হয়েই হাত খুলতে শুরু করেন তামিম। এক প্রান্ত আগলে রেখে ৪০ বলে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। বিপিএলে তামিমের এটি ১৭তম হাফ সেঞ্চুরি।
পাওয়ার প্লেতে ঢাকাকে বেঁধে রাখলেন মুজিব-আল আমিনরাঃ
মেহেদী হাসান ১২ রান করে আবু হায়দার রনির বলে ক্যাচ দিয়েছেন আল আমিন হোসেনের হাতে। এরপর তামিমকে সঙ্গ দিতে লরি ইভান্স। পাওয়ার প্লে শেষে দলটির সংগ্রহ দাঁড়ায় ২ উইকেট হারিয়ে মাত্র ২৫ রান।
ব্যর্থ বিজয়ঃ
টস হেরে ব্যাটিংয়ে নেমে মুজিব উর রহমানের করা ইনিংসের দ্বিতীয় বলেই এলবিডব্লিউ হয়ে আউট হন এনামুল হক বিজয়। এরপর ওপেনার তামিম ইকবালের সঙ্গে যোগ দেন মেহেদী হাসান। দুজনকে শুরুতে হাত খুলে খেলতে দেননি মুজিব উর রহমান-আল আমিন হোসেনরা। এরই মধ্যে ব্যক্তিগত ৪ রানে সৌম্য সরকারের হাতে জীবন পান তামিম।
ঢাকা প্লাটুনঃ মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, এনামুল হক বিজয়, হাসান মাহমুদ, মেহেদি হাসান, শুভাগত হোম, জাকির আলী, থিসারা পেরেরা , লরি ইভান্স, ওয়াহাব রিয়াজ ও শহীদ আফ্রিদি।
কুমিল্লা ওয়ারিয়র্সঃ দাসুন শানাকা (অধিনায়ক), সৌম্য সরকার, আল আমিন হোসেন., ইয়াসির আলি চৌধুরী রাব্বি, সাব্বির রহমান, সানজামুল ইসলাম, আবু হায়দার রনি, মাহিদুল ইসলাম অঙ্কন, ভানুকা রাজাপাকশে, মুজিব উর রহমান ও ডেভিড মালান।