promotional_ad

টি-টুয়েন্টি ব্লাস্টে খেলার অনুমতি পেলেন মঈন-পর্টার

ছবিঃ ইসিবি
promotional_ad

ভারতের বিপক্ষে ৫ ম্যাচ সিরিজের প্রথম টেস্টের একাদশে জায়গা হয়নি ইংলিশ অলরাউন্ডার মঈন আলীর। তার বদলে ইংল্যান্ড দলের একাদশে জায়গা পেয়েছেন আদিল রশিদ। আর অভিষেকের অপেক্ষায় থাকা জেমস পর্টার জায়গা হারিয়েছেন তুলনামূলক অভিজ্ঞ স্যাম কুরানের কাছে।


একাদশের বাইরে চলে যাওয়ার পর এই দুজনকেই টি২০ ব্লাস্টে খেলার অনুমতি দিয়েছে ইংল্যান্ড ও ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)। চলতি সপ্তাহ থেকেই জনপ্রিয় এই টুর্নামেন্টে মাঠে নামতে পারবেন এই দুই ক্রিকেটার।


মঈন আলী ওরচেস্টারশায়ার ও জেমস পর্টার খেলবেন এসেক্সের হয়ে। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ৩ টি উইকেট দখল করেছিলেন জেমস পর্টার। তাছাড়া ২৫ বছর বয়সী এই পেসার আন্তর্জাতিক অঙ্গনে না খেললেও প্রথম শ্রেণির অভিজ্ঞতা অনেক।



promotional_ad

নিজেকে প্রমাণও করেছেন কাউন্টি ক্রিকেটে। প্রথম শ্রেণির ৬১ ম্যাচে তার শিকার ২৪০ উইকেট। তবে, এই পারফরমেন্সে নির্বাচকদের মন গলেনি। ফলে টেস্ট অভিষেকের জন্যা আরও অপেক্ষায় থাকতে হচ্ছে এই তরুণের।


মঈন আলী অবশ্য পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে দর্শক হয়েই ছিলেন। তবে, এই অলরাউন্ডার নিজের আত্মবিশ্বাস দেখিয়েছেন অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে সীমিত ওভারের ম্যাচ দিয়ে। দুই সিরিজে ১৯ উইকেট দখল করেছেন তিনি।


পর্টার বৃহস্পতিবার কেন্ট ও শুক্রবার সমারসেটের বিপক্ষে মাঠে নামবেন সাসেক্সের হয়ে। পর্টারের মতো দুটি ম্যাচে খেলার অনুমতি পেয়েছেন মঈন আলীও। তিনি ওরচেস্টারশায়ারের হয়ে শুক্রবার দুরহাম ও শনিবার নটিংহামশায়ারের বিপক্ষে মাঠে নামবেন। 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball