promotional_ad

পাকিস্তানের মতো শর্টকাটে বিশ্বাসী নয় ইংল্যান্ড!

সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আরো পড়ুন

ছোটবেলা থেকেই পাকিস্তানের বিপক্ষে অভিষেকের স্বপ্ন দেখতেন আব্বাস

১৪ ঘন্টা আগে
পাকিস্তানের বিপক্ষে অভিষেকে হাফ সেঞ্চুরি হাঁকানো আব্বাস

এক ম্যাচ হাতে রেখেই ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের কাছে ওয়ানডে সিরিজ হেরেছে পাকিস্তান। এই হারের পর পাকিস্তান দলের কড়া সমালোচনায় ব্যস্ত দেশটির সাবেক ক্রিকেটাররা। সেই সমালোচনায় যোগ দিয়েছেন পাকিস্তানের উইকেটরক্ষক ব্যাটসম্যান কামরান আকমলও।


তিনি জানিয়েছেন, পাকিস্তান দলের কাছে এমন হার কোনোভাবেই কাম্য নয়। মঙ্গলবার সিরিজের তৃতীয় এবং শেষ ওয়ানডেতে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। যদিও টি-টোয়েন্টি সিরিজের আগে এই ম্যাচে জয় পেলে পাকিস্তান দলের আত্মবিশ্বাস বাড়বে বলে মনে করেন তিনি।


তিনি বলেন, 'ইংল্যান্ড দারুণ পারফরম্যান্স করেছে। তারা যেভাবে ফিল্ডিং করেছে এবং বেন স্টোকস যেভাবে নেতৃত্ব দিয়েছে এটা দুর্দান্ত। পাকিস্তান যেভাবে হেরেছে এটা কোনোভাবেই কাম্য নয়। আমরা এই ধরনের পারফরম্যান্স আশা করিনা। আমাদের ক্রিকেটারদের ৪০০ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। এটা ইংল্যান্ডের নতুন দল। তাদের সম্মিলিত অভিজ্ঞতা মাত্র ১০৮ ম্যাচের। এসব ক্ষেত্রে আপনাকে পার্থক্য বোঝাতে হবে এবং কাগজে কলমে তা প্রমাণ করতে হবে।'



promotional_ad

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছে ৫ ক্রিকেটারের। এই সিরিজ থেকেই বিরতিতে থাকার কথা ছিল বেন স্টোকসের। তাকেই কিনা করতে হচ্ছে অধিনায়কত্ব। অধিনায়ক স্টোকস বাদে পুরো ইংল্যান্ড দলের সম্মিলিত ওয়ানডে খেলার অভিজ্ঞতা ছিল কেবল ২৬ ম্যাচের। ইংল্যান্ড দল পাকিস্তানের মতো শর্টকাটে বিশ্বাসী নয় বলেই এমন পারফরম্যান্স করছে বলে মনে করেন আকমল।


আরো পড়ুন

আবারও সারেতে ফিরলেন কেমার রোচ

২৮ মার্চ ২৫
গতবছরও সারের হয়ে খেলেছেন কেমার রোচ

তিনি বলেন, 'তারা (ইংল্যান্ড) মানসিকভাবে খুবই শক্তিশালী কারণ তারা ক্রিকেট খেলে। তারা শর্টকাটে বিশ্বাসী না। তারা একটি বাঁ দুটি ম্যাচের ওপর নির্ভর করে দল বানায় না। প্রত্যেকের ম্যাচ খেলার অভিজ্ঞতা ও পারফরম্যান্স দেখার সুযোগ রয়েছে। ইংল্যান্ডের ক্রিকেটাররা নিজেদের পরিপক্কতা দেখিয়েছে। এ কারণেই তারা একই সময় দুটি দল বানিয়ে সফল হয়েছে।'


তিনি আরও বলেন, 'তাদের প্রতিভাবান ক্রিকেটার রয়েছে এবং তারা পারফর্ম করে। এটা পাকিস্তানের জন্য দুর্ভাগ্য এবং এটাই আমরা বলতে পারি। তারা শেষ ম্যাচে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। যদি তারা শেষ ম্যাচে জিততে পারে তাহলে কিছুটা আত্মবিশ্বাস নিয়ে টি-টোয়েন্টিতে যেতে পারবে। পাকিস্তান দল কি করে সেটাই দেখতে চায় সবাই।'


 







আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball