কাউন্টি ক্রিকেটকে কৃতিত্ব দিচ্ছেন গ্রেগরি

ছবি: সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ছোটবেলা থেকেই পাকিস্তানের বিপক্ষে অভিষেকের স্বপ্ন দেখতেন আব্বাস
১৪ ঘন্টা আগে
ইংল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে ৯ উইকেটের ব্যবধানে হেরেছে পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচে ৫ জন অভিষিক্ত ক্রিকেটার নিয়ে একাদশ সাজিয়ে চমক দেখিয়েছিল ইংল্যান্ড। তারা রীতিমত পাকিস্তানকে নিয়ে ছেলেখেলা করেছেন।
তাদের এমন পারফরম্যান্সের মধ্য দিয়ে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের মান দেখা গেছে বলে মনে করেন ইংলিশ অলরাউন্ডার লুইস গ্রেগরি। প্রথম ওয়ানডেতেই অভিষেক হয়েছে তার।
অভিষেক ম্যাচে বল হাতে দলের আস্থার প্রতিদান দিয়েছেন এই ডানহাতি পেসার। এই ম্যাচে পাকিস্তান উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ রিজওয়ানকে ফিরিয়েছিলেন।

দলের পারফরম্যান্স নিয়ে গ্রেগরি বলেছেন, 'আমার মনে হয় এতা দেশের ক্রিকেটের সাদা বলের ক্রিকেটের সামর্থ্য ও গভীরতা দেখিয়েছে। এখানে অনেক ছেলে আছে যারা টি-টোয়ন্টি খেলে অভ্যস্ত এবং আপনি দেখবেন তারা ক্রিকেট নিয়ে কিভাবে ভাবছে। এটা দারুণ ফলাফল এবং এটা কাউন্টি ক্রিকেটের গুন দেখিয়েছে এবং তারা বড় মঞ্চে কি করতে পারে তার সামর্থ্য দেখিয়েছে।'
আবারও সারেতে ফিরলেন কেমার রোচ
২৮ মার্চ ২৫
পাকিস্তানের বিপক্ষে সিরিজ শুরুর মাত্র দুদিন আগেই খবর আসে ইংল্যান্ডের ৩ ক্রিকেটার করোনায় আক্রান্ত হয়েছেন। এর ফলে বিপাকে পড়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
তারা স্বল্প সময়ের মধ্যেই কাউন্টি দলগুলোর কাছে জরুরি বার্তা পাঠিয়ে আরেকটি দল বানায়। কারণ মূল দলের সবাইকে পাঠানো হয় কোয়ারেন্টাইনে। সেই দলের পারফরম্যান্সের কৃতিত্ব অনেকটাই কাউন্টি ক্রিকেটের।
গ্রেগরি বলেছেন, 'এখানে অনেক ছেলে আছে যারা কাউন্টি ক্রিকেটের প্রতি কৃতজ্ঞ এটা তাদের জন্য সুযোগ ছিল দেখানোর তারা বড় মঞ্চে কি করতে পারে। ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটের মান অনেক ভালো। আপনি এটা দেখতে পাবেন টি-টোয়েন্টি ব্লাস্ট ও রয়্যাল লন্ডন কাপে।'