promotional_ad

সাউদ্যাম্পটন টেস্টের দ্বিতীয় দিন হোল্ডারের

ছবিঃ গেটি ইমেজ
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


সাউদ্যাম্পটন টেস্টের দ্বিতীয় দিনের পুরোটাই নিজের নামে করে নিলেন জেসন হোল্ডার। ক্যারিয়ার সেরা বোলিংয়ের পাশাপাশি তিনটি সফল রিভিউ নিয়ে এদিনের সেরা পারফর্মার তিনি। তাঁর দারুণ বোলিংয়ে ২০৪ রানে থেমেছে ইংল্যান্ড। জবাবে ওয়েস্ট ইন্ডিজ করেছে এক উইকেটে ৫৭ রান।


ক্যারিবিয়ানদের হয়ে তৃতীয় দিনের খেলা শুরু করবেন ক্রেইগ ব্র্যাথওয়েট (২০*) এবং শাই হোপ (৩*)। ২৮ রান করা ওপেনার জন ক্যাম্পবেলকে বিদায় করেছেন অভিজ্ঞ ইংলিশ পেসার জেমস অ্যান্ডারসন।


এর আগে ইংল্যান্ডের প্রথম ইনিংসে বল হাতে দাপট দেখান ক্যরিবিয়ান অধিনায়ক হোল্ডার। উইকেটের দারুণ ব্যবহার করে ৪২ রান খরচায় ছয় উইকেট তুলে নেন তিনি, যা তাঁর ক্যারিয়ার সেরা বোলিং।


promotional_ad

প্রথম দিন এক উইকেটে ৩৫ রানে দিন শেষ করা ইংল্যান্ড, দ্বিতীয় দিনের শুরুতে শ্যানন গ্যাব্রিয়েলের তোপের মুখে পড়ে। জো ডেনলিকে ১৮ রানে বোল্ড করার পর ৩০ রানে ওপেনার ররি বার্নসকে এলবিডব্লিউ করেন গ্যাব্রিয়েল। সব মিলিয়ে গ্যাব্রিয়েল ৬২ রান খরচায় চার উইকেট নেন।


জ্যাক ক্রলি (১০), ওলি পোপ (১২), অধিনায়ক বেন স্টোকস (৪৩), জস বাটলার (৩৫), জফরা আর্চার (০) ও মার্ক উডকে (৫) থামান হোল্ডার।


মাঝে স্টোকস ও বাটলার ৬৭ রানের জুটি না গড়লে আরও আগেই ভেঙে পড়ত ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। যদিও দুবার জীবন পেয়েছেন ইংলিশদের ভারপ্রাপ্ত অধিনায়ক স্টোকস। শেষদিকে ডম বেসের অপরাজিত ৩১ রানের কল্যাণে দুইশ পার করে ইংল্যান্ড।


দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড প্রথম ইনিংস: ৬৭.৩ ওভারে ২০৪
(স্টোকস ৪৩, বাটলার ৩৫, বেস ৩১*; হোল্ডার ৬/৪২, গ্যাব্রিয়েল ৪/৬২)


ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংস: ১৯.৩ ওভারে ৫৭/১
(ক্যাম্পবেল ২৮, ব্র্যাথওয়েট ২০*; অ্যান্ডারসন ১/১৭)
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball