promotional_ad

শ'য়ের মাঝে শেবাগকে খোঁজেন জাফর

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আন্তর্জাতিক অঙ্গণে পা রাখার আগেই প্রশংসা কুড়িয়েছেন ভারতের ওপেনার পৃথ্বী শ। আইপিএলে নজরকাড়া পারফরম্যান্সে ক্রিকেট বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন তিনি। তরুণ এই ওপেনারের মাঝে এবার বিরেন্দর শেবাগের ছায়া খুঁজে পেয়েছেন স্বদেশী আরেক সাবেক ওপেনার ওয়াসিম জাফর।


২০ বছর বয়সী পৃথ্বী শ'কে এর আগে কিংবদন্তি শচিন টেন্ডুলকারের সঙ্গে তুলনা করা হলেও এবারই প্রথম তাঁর সঙ্গে শেবাগের তুলনা করা হয়েছে।


promotional_ad

সম্প্রতি ইউটিউভে আকাশ চোপড়ার সঙ্গে আড্ডায় জাফর বলেন, 'আমি মনে করি সে (পৃথ্বী শ) দারুণ ক্রিকেটার। এতে কোনও সন্দেহ নেই। যে যেভাবে শট খেলে সেভাবে খেলতে থাকলে বিরেন্দর শেবাগের মতোই করবে। সে একটি বোলিং লাইনআপকে ওলটপালট করে দিতে জানে।'


২০১৮ সালে রাজকোটে টেস্ট অভিষেক হয় শ'য়ের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই ম্যাচেই ১৩৪ রানের অসাধারণ এক ইনিংস খেলেন শ।


আইপিএলে দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে অসাধারণ খেলা শ জাতীয় দলেও নিজের সামর্থ্যের জানান দেন। যদিও বেশ কিছু ক্ষেত্রে তাঁর উন্নতির জায়গা খুঁজে পেয়েছেন জাফর।


সাবেক এই টেস্ট ওপেনার আরও বলেন, 'তারপরও আমি মনে করি কিছু বিষয়ে তাঁর উচিত নিজের খেলাটাকে আরও ভালোভাবে বোঝা। কোথায় কোথায় তাঁর ধরে খেলা উচিত এটা বুঝতে হবে। নিউজিল্যান্ড সফরে সে দুবার শর্ট বলে পরাস্ত হয়। সে কিউইদের ফাঁদে পড়েছিল।'
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball