সৌরভকে অজুহাত দেখাতেন শচীন!

ছবি: ছবিঃ- বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
ওয়ানডে ক্যারিয়ারে সৌরভ গাঙ্গুলি ও ভারতের অন্যান্য ওপেনারদের সঙ্গে মোট ৩৪০ ইনিংসে উদ্বোধন করেছেন শচীন টেন্ডুলকার। এর মাঝে ইনিংসের প্রথম বল খেলেছেন মাত্র ৪৭ বার! ২৯৩ ইনিংসেই নন-স্ট্রাইকেই ছিলেন ভারতের 'লিটল মাস্টার'। শচীনের নন-স্ট্রাইকে খেলার প্রবল আগ্রহ নিয়ে সম্প্রতি মন্তব্য করেন তাঁর সতীর্থ সৌরভ।
সম্প্রতি টুইটারে আড্ডা দেন ভারতের টেস্ট ওপেনার মায়াঙ্ক আগারওয়াল এবং বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বর্তমান সভাপতি সৌরভ। তাদের আলাপচারিতায় উঠে আসে শচীনের 'নন-স্ট্রাইক' প্রসঙ্গ।
সৌরভ বলেন, 'সবসময় সে আমাকে জোর করতো! তার উত্তর তৈরিই থাকত সবসময়। মাঝেমধ্যে আমি তাকে বলতাম, ‘তোমারও তো কখনও কখনও প্রথম বল খেলা উচিত, আমি তো সবসময়ই খেলি!’ তার দুটি জবাব তৈরি থাকত এই প্রসঙ্গে।

একটি হচ্ছে, ফর্ম যখন ভালো- তখন নন-স্ট্রাইকে থেকেই চালিয়ে যাওয়া উচিত। আর ফর্ম যখন ভালো থাকত না, তখন সে বলত, ‘আমার নন-স্ট্রাইকেই থাকা উচিত, তাতে চাপটা কমে যায়।’ ভালো বা খারাপ, দুই রকম ফর্মের জন্যই তার উত্তর তৈরি ছিল।'
শচীন ও সৌরভের জুটিকে ওয়ানডেতে ইতিহাসের সফলতম উদ্বোধনী জুটি হিসেবে বিবেচনা করা হয়। দুজন ২১ সেঞ্চুরিতে করেন ৬ হাজার ৬০৯ রান। তাদের কাছাকাছি অন্য কোনও জুটি নেই।
এছাড়া ওয়ানডেতে নিজেদের খেলোয়াড়ি জীবনে ২৬টি সেঞ্চুরি জুটি গড়েন দুজন। জুটিতে তোলেন ৮ হাজার ২২৭ রান। এই পরিসংখ্যানগুলোর সবটাই বিশ্ব রেকর্ড।
নিজেদের উদ্বোধনী নিয়ে রসিকতার ছলে সৌরভ আরও বলেন, 'কখনও কখনও মাঠে নামার সময় দ্রুত তাকে পাশ কাটিয়ে গিয়ে নন-স্ট্রাইকে দাঁড়ালেই কেবল সম্ভব ছিল।
তখন তো সবাই টিভিতে দেখে ফেলেছে যে স্ট্রাইকে কে! সে স্ট্রাইক নিতে বাধ্য হতো। দু-একবার এরকম হয়েছে। আমি তাকে ছাড়িয়ে এগিয়ে গিয়ে নন-স্ট্রাইকে দাঁড়িয়ে গেছি।'