'দুসরা' রহস্য উন্মোচন করলেন সাকলাইন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দুসরা। স্পিন বলের এই পদ্ধতিটি অফ স্পিনারদের জন্য অন্যতম কার্যকরি এক কৌশল। সাবেক পাক স্পিনার সাকলাইন মুশতাককে বিবেচনা করা হয় এই 'দুসরা'র আবিষ্কারক হিসেবে। সেই সময়ে ভয়ানক এই বল সামলাতে রীতিমত বিপাকে পড়তে হত নামীদামী সব ব্যাটসম্যানদের।
কিভাবে এলো এই 'দুসরা' নামটি? কে দিয়েছিলেন 'স্পেশাল' এই বোলিং পদ্ধতিটির নাম? এসব প্রশ্নের উত্তর দিয়েছেন খোদ সাকলাইন মুশতাক নিজেই। জানিয়েছেন সাবেক পাকিস্তানি উইকেটরক্ষক মঈন খান ভয়ানক পদ্ধতির এই বলটির নামকরণ করেছিলেন।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলে এই রহস্য ফাঁস করেছেন সাকলাইন।
তিনি বলেন, 'উইকেটের পিছনে দাঁড়িয়ে মঈন খান আমাকে বলে দিত, কখন ‘দুসরা’ করতে হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো দলের বিরুদ্ধে খেলার সময়ে আমাকে ‘দুসরা’ দেয়ার পরামর্শ দিতেন। আমিও সেই মতো ‘দুসরা’ ছাড়তাম।
তবে মঈন খানের এই চালাকি খাটতো না বাংলাদেশ কিংবা ভারতের বিপক্ষে ম্যাচের সময়। কেননা শব্দটির সঙ্গে পরিচিত এই দুই দেশ। সাকলাইন আরও বলেন, ‘কিন্তু মঈন খান ভারত বা বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে দুসরা দেয়ার কথা বলতো না। কারণ ভারত ও বাংলাদেশের ক্রিকেটাররা 'দুসরা' শব্দটার সঙ্গে পরিচিত ছিল’।
পরবর্তীকালে বিশ্বের অন্যান্য অফ স্পিনাররাও 'দুসরা' প্রয়োগ করা শুরু করেন। যা কিনা এখন বেশ প্রচলিত একটি বোলিং পদ্ধতি।