অস্ট্রেলিয়াকে এক নম্বরে মানতে পারছেন না গম্ভির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৬ সাল থেকে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে ছিল ভারত। ৪২ মাস ধরে এক নম্বর স্থান ধরে রেখেছিল বিরাট কোহলির দল। সম্প্রতি ঘোষিত আইসিসি র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনমন হয়েছে ভারতের। ভারতের এই অবনতি কোনোভাবেই মানতে পারছেন না দেশটির সমর্থকরা।
দলটির সাবেক ভারতীয় ওপেনার গৌতম গম্ভিরও ক্ষেপেছেন। অস্ট্রেলিয়াকে শীর্ষস্থানে মানতেই পারছেন না তিনি। কদিন আগে আইসিসির একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল। তারা বিবৃতিতে বলেছিল, ২০১৬-১৭ সালের টেস্ট রেকর্ড আমলে নেয়া হবে না নতুন র্যাঙ্কিংয়ে।

এই বিষটিই এবার কার্যকর হয়েছে। এর ফলেই র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে ভারত। এই সময় ভারত জিতেছিল ১২টি টেস্ট, হেরেছিল মাত্র একটিতে। বলতে গেলে সেই সময়টা সাদা পোষাকে ভারতের স্বর্ণযুগ ছিল। সেই রেকর্ডই আইসিসি আমলে না নেয়ায় ক্ষেপেছেন এই ভারতীয় ব্যাটসম্যান।
গম্ভির বলেন, '২০১৬ সালের অক্টোবরের পর ভারত প্রথমবারের মতো টেস্ট র্যাংকিংয়ের শীর্ষে উঠেছিল। এতদিন শীর্ষেই ছিল। এই শীর্ষে ওঠার পিছে ২০১৬-১৭ মৌসুমে ১২ টেস্ট জয়ের ভূমিকা ছিল অনেক বেশি। যেখানে তাঁরা সে সময়ে হেরেছে মাত্র একটি ম্যাচ। কিন্তু সর্বশেষ যে র্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে আগের ওসব রেকর্ড অর্থহীন হয়ে গিয়েছে।'
র্যাঙ্কিং দেখে বিস্ময়ে গম্ভির বলেছেন, 'আমি আসলে অস্ট্রেলিয়াকে শীর্ষে দেখে বিস্মিত হইনি। পয়েন্ট আর র্যাঙ্কিং প্রক্রিয়ায় আমি বিশ্বাস রাখিনা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এসে পয়েন্ট লাভের প্রক্রিয়াটাকে আরও বিদ্ঘুটে বানিয়ে দিয়েছে। আপনি দেশের মাটিতে টেস্ট জিতলেও যত পয়েন্ট পাবেন, বিদেশের বৈরি পরিবেশে জিতলেও সেটাই পাবেন। এটা খুবই বিরক্তিকর।'
গম্ভিরের বিরক্তির আরেকটি কারণ দেশে এবং দেশের বাইরের খেলায় সমান পয়েন্ট বন্টন নিয়ে। আইসিসির এই পদ্ধতির সমালোচনা করে গম্ভির বলেছেন, 'টেস্ট খেলুড়ে দেশের মধ্যে ভারতই এখন সবচেয়ে বেশি শক্তিশালী। হিসেব করে দেখুন, ভারত বিদেশে সিরিজ হারলেও অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মতো দেশে গিয়ে টেস্ট জিতে এসেছে। কয়টা দেশ এমন করতে পেরেছে?'
এই মাপকাঠিতে অস্ট্রেলিয়াকে এক নম্বরে মানতে পারছেন না সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। এজন্য অস্ট্রেলিয়ার দেশের বাইরের ফর্মের সমালোচনা করে তিনি বলেন , 'আমি বুঝি না কী হিসেবে অস্ট্রেলিয়াকে এক নম্বর টেস্ট দল বানানো হল। দেশের বাইরে ওদের ফর্ম জঘন্য। বিশেষ করে উপমহাদেশে।'