promotional_ad

হরভজনের নাম শুনলে কান ধরতো অজিরা: ইরফান

ছবিঃ- বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


নিজের টেস্ট ক্যারিয়ারে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটু বেশিই সফল হরভজন সিং। ভারতীয় দলের এক সময়ে নিয়মিত এই অফস্পিনার অজিদের বিপক্ষে ১৮ টেস্টে ২৯.৯৫ গড়ে নিয়েছেন ৯৫ উইকেট। সম্প্রতি ইন্সটাগ্রামে এক লাইভ আড্ডায় হরভজনকে নিয়ে আলোচনা করেন তাঁরই দুই সতীর্থ ইরফান পাঠান ও সুরেশ রায়না।


কথা প্রসঙ্গে ইরফান বলেন, ‘ভাজ্জি ভাই (হরভজন সিং) অন্যতম একজন কিংবদন্তি। বিশ্ব ক্রিকেটে তার চেয়ে ভালো একজন অফস্পিনার দেখাও আমাকে। তার সঙ্গে কথাবার্তা আরও ভালো হতে পারত। তিনি একজন কিংবদন্তি, ভারতের হয়ে একশ টেস্ট খেলেছেন।’



promotional_ad

তার সঙ্গে ব্যাটসম্যান রায়না যোগ করেন, ‘হরভজন একজন লড়াকু ক্রিকেটার। অস্ট্রেলিয়াতে তিনি আমাদের ম্যাচ জিতিয়েছেন। অস্ট্রেলিয়ানরা সবসময় বলতো, হরভজন থেকে দূরে থাকো।’


২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০১১ সালে বিশ্বকাপ জেতা হরভজনকে নিয়ে ইরফান আরও বলেন, ‘এমনকি হরভজনের নাম শুনতেও তারা ভয়ে কান ধরে রাখত।’


আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্??েলিয়ার কিংবদন্তি অধিনায়ক রিকি পন্টিংকে সামনে পেলে আরও ঝলসে উঠতেন হরভজন। পন্টিংকে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১৩ বার আউট করেন তিনি। 



কয়েকদিন আগে ভারতের সীমিত ওভারের ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে আড্ডায় এ নিয়ে হরভজন বলেন, ‘আমার মনে হয় পন্টিং আমার চেহারা দেখলেই আউট হয়ে যেত। আমার তাকে বলও করতে হতো না।


সে যখন মুম্বাই ইন্ডিয়ান্সে খেলতে এলো, আমি ভেবেছি সেবার হয়তো সে আমাকে ভালোমতো খেলবে। কিন্তু নেটেও আমি তাঁকে ৫-৬ বার আউট করেছি!’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball