promotional_ad

বিশ্বকাপ নিয়ে সন্দিহান ওয়ার্নার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


করোনাভাইরাস মহামারিতে অনির্দিষ্টকালের জন্য বিরতি চলছে ক্রিকেটে। এই স্থবিরতা কবে কাটবে তা এখনও অনিশ্চিত। অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শনগকা তৈরি হয়েছে।


অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার মনে করেন করোনার কারণে এবারের বিশ্বকাপ ভেস্তে যাবে। শুক্রবার রাতে ইন্সটাগ্রামে রোহিত শর্মার সঙ্গে আড্ডায় মেতেছিলেন ওয়ার্নার। সেখানেই একথা বলেছেন তিনি।



promotional_ad

ওয়ার্নার বলেন,  ‘চলমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে না, এবার আর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। ১৬ দল অংশ নেবে। সবাইকে একসঙ্গে করে আয়োজন করা খুবই কঠিন।’ 


টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি এখনও পাঁচ মাস। এই বিশ্ব আসর আয়োজন নিয়ে এখনও আশাবাদী ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং আয়োজন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পর পরই অস্ট্রেলিয়ার মাঠে ভারতের একটি দ্বিপাক্ষিক সিরিজ আছে।


সেই সিরিজটি নিয়েও আশাবাদী অজিরা। অজিদের বিপক্ষে খেলতে তর সইছে না ভারতের ওপেনার রোহিত শর্মার। তাঁর মতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই আবারও মাঠে ফিরতে পারে ক্রিকেট।



ভারতের এই ওপেনার বলেন,  ‘অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে পছন্দ করি। ২০১৯ সালে ওখানে আমরা জিতেছিলাম, দারুণ অভিজ্ঞতা। তোমরা (বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ ছিলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার) অবশ্য ছিলে না সে সিরিজে।’


দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজটি নিয়ে পরিকল্পনা করবে বলেই বিশ্বাস রোহিতের। তিনি বলেছেন, ‘আমাদের বোলার, ব্যাটসম্যান সবাই দুর্দান্ত খেলেছিল। এবারও অস্ট্রেলিয়ায় খেলতে মুখিয়ে আছি। আশা করি দুই বোর্ড একটা সুন্দর সমাধান বের করবে। হয়ত ওই সিরিজ দিয়ে আবার ক্রিকেট শুরু হতে পারে। এটা হতে পারে আকর্ষণীয় ব্যাপার।’
 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball