বিশ্বকাপ নিয়ে সন্দিহান ওয়ার্নার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
করোনাভাইরাস মহামারিতে অনির্দিষ্টকালের জন্য বিরতি চলছে ক্রিকেটে। এই স্থবিরতা কবে কাটবে তা এখনও অনিশ্চিত। অক্টোবরে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও শনগকা তৈরি হয়েছে।
অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার মনে করেন করোনার কারণে এবারের বিশ্বকাপ ভেস্তে যাবে। শুক্রবার রাতে ইন্সটাগ্রামে রোহিত শর্মার সঙ্গে আড্ডায় মেতেছিলেন ওয়ার্নার। সেখানেই একথা বলেছেন তিনি।

ওয়ার্নার বলেন, ‘চলমান পরিস্থিতি দেখে মনে হচ্ছে না, এবার আর টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে। ১৬ দল অংশ নেবে। সবাইকে একসঙ্গে করে আয়োজন করা খুবই কঠিন।’
টি-টোয়েন্টি বিশ্বকাপের বাকি এখনও পাঁচ মাস। এই বিশ্ব আসর আয়োজন নিয়ে এখনও আশাবাদী ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল এবং আয়োজন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের পর পরই অস্ট্রেলিয়ার মাঠে ভারতের একটি দ্বিপাক্ষিক সিরিজ আছে।
সেই সিরিজটি নিয়েও আশাবাদী অজিরা। অজিদের বিপক্ষে খেলতে তর সইছে না ভারতের ওপেনার রোহিত শর্মার। তাঁর মতে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ দিয়েই আবারও মাঠে ফিরতে পারে ক্রিকেট।
ভারতের এই ওপেনার বলেন, ‘অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে পছন্দ করি। ২০১৯ সালে ওখানে আমরা জিতেছিলাম, দারুণ অভিজ্ঞতা। তোমরা (বল টেম্পারিং কেলেঙ্কারিতে নিষিদ্ধ ছিলেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার) অবশ্য ছিলে না সে সিরিজে।’
দুই দেশের ক্রিকেট বোর্ড সিরিজটি নিয়ে পরিকল্পনা করবে বলেই বিশ্বাস রোহিতের। তিনি বলেছেন, ‘আমাদের বোলার, ব্যাটসম্যান সবাই দুর্দান্ত খেলেছিল। এবারও অস্ট্রেলিয়ায় খেলতে মুখিয়ে আছি। আশা করি দুই বোর্ড একটা সুন্দর সমাধান বের করবে। হয়ত ওই সিরিজ দিয়ে আবার ক্রিকেট শুরু হতে পারে। এটা হতে পারে আকর্ষণীয় ব্যাপার।’