promotional_ad

স্থগিতের পথে নারী বিশ্বকাপ?

ছবিঃ আইসিসি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনা সঙ্কট ইতিমধ্যে আন্তর্জাতিক খেলাধুলায় বড় আকার ধারণ করেছে। কভিড-১৯ এর প্রভাবে বন্ধ হয়ে গিয়েছে বিশ্বের সকল প্রকার ক্রিকেট ম্যাচ। বাতিল হয়ে গিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক সিরিজ। শঙ্কায় ভুগছে আসন্ন টি-২০ বিশ্বকাপও।


এমন সময় গোদের উপর বিষফোঁড়ার মত শঙ্কার খাতায় নাম উঠলো আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য আইসিসি মহিলা বিশ্বকাপের। বেশ কিছু সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গিয়েছে বাতিল হয়ে যেতে পারে এই ইভেন্টটিও।



promotional_ad

বিশ্বস্ত একটি সূত্র আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউজহাবকে জানায় অক্টোবরে টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবার কথা থাকলেও কর্মকর্তারা এখন অক্টোবরে লোভনীয় টুর্নামেন্ট খেলতে চাইছেন। ফলে টি-২০ বিশ্বকাপ পিছিয়ে নেয়া হবে ফেব্রুয়ারিতে। যা কিনা হবে নারী বিশ্বকাপের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। ফলে এক্ষেত্রে টুর্নামেন্টটি স্থগিত হয়ে যাবার সম্ভাবনা অনেক।


কিন্তু নিউজিল্যান্ডের খেলাধুলা ও বিনোদন বিষয়ক মন্ত্রী গ্রান্ট রবার্টসনের মতে, এই ধারণাটি ঠিক নয়। তিনি বলেন, 'আমি মনে করি টুর্নামেন্টটি নিউজিল্যান্ডের জন্য সত্যিই গুরুত্বপূর্ণ কেননা এটি একটি অভিজাত স্তরের আইসিসি টুর্নামেন্ট। তবে আমি অবশ্যই নারী বিশ্বকাপকে অন্য কোনও ইভেন্টের ছায়ায় দেখতে চাই না।'


তিনি আরও বলেন, 'আমি আইসিসির প্রতি আত্মবিশ্বাসী যে তারা এমন সিদ্ধান্ত নেবে যা টুর্নামেন্টের আয়োজক হওয়ার সুযোগ দেয় এবং পুরো সময়টায় আলোকপাত করতে পারে।'



বৃহস্পতিবার (২৩ এপ্রিল) আইসিসি করোনভাইরাস সঙ্কটের প্রভাবকে কেন্দ্র করে একটি প্রধান নির্বাহী কমিটির বৈঠক করবে। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপসহ সমস্ত আইসিসি বিশ্বব্যাপী ইভেন্টের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball