জোড়া সেঞ্চুরির পর কুলদীপের হ্যাটট্রিকে জিতল ভারত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
রোহিত শর্মা-লোকেশ রাহুলের জোড়া সেঞ্চুরির পর কুলদীপ যাদবের হ্যাটট্রিকে ওয়েস্ট ইন্ডিজকে ১০৭ রানে হারিয়েছে ভারত। ভারতের দেয়া ৩৮৭ রানের জবাবে ওয়েস্ট ইন্ডিজ অল আউট হয়েছে ২৮০ রানে।
বড় লক্ষ্যে খেলতে নেমে শুরুটা দারুণ ছিল ওয়েস্ট ইন্ডিজের। তাঁরা ওপেনিং জুটিতে তুলেছিল ৬১ রান। এভিন লুইস ৩০ রান করে ফিরলে এই জুটি ভাঙে। এরপর দুই টপ অর্ডার ব্যাটসম্যান শিমরন হ্যাটমায়ার এবং রস্টন চেজ ব্যর্থ হয়েছেন।
দুজনের ব্যাট থেকেই এসেছে সমান ৪ রান করে। চতুর্থ উইকেটে শাই হোপ এবং নিকোলাস পুরান ১০৬ রান যোগ করেছেন। ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের ৩২তম ওভারে বোলিং করতে এসে চতুর্থ বলে ৭৮ রান করা শাই হোপকে কোহলির ক্যাচ বানান কুলদীপ।

এর পরের বলেই জেসন হোল্ডারকে রানের খাতা খোলার আগেই আউট করেন ভারতের এই চায়নাম্যান বোলার। ওভারের শেষ বলে আলজারি জোসেফকে ফিরিয়ে প্রথম ভারিতীয় বোলার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় হ্যাটট্রিক তুলে নেন কুলদীপ। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম হ্যাটট্রিক তুলে নিয়েছিলেন কুলদীপ।
এরপর ওয়েস্ট ইন্ডিজের ইনিংস আর বেশিদূর এগোতে দেননি রবীন্দ্র জাদেজা এবং মোহাম্মদ শামি। ২১ রান করা খেরি পিয়েরেকে আউট করেছেন জাদেজা। আর এক প্রান্ত আগলে রাখা কিমো পলকে ৪৬ রানে ফিরিয়েছেন মোহাম্মদ শামি।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই ক্যারিবীয় বোলারদের ওপর চড়াও হয়েছিলেন ভারতের দুই ওপেনার রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। এই দুজন ওপেনিং জুটিতেই ২২৭ রান যোগ করেছেন।
রাহুল ১০৪ বলে ১০২ রানের ইনিংস খেলে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে খেলেছেন রোহিত শর্মা। রাহুলের ইনিংসটি সাজানো ছিল ৮টি চার এবং ৩টি ছয়ে। ভারতের অধিনায়ক বিরাট কোহলি প্রথম বলেই ফিরেছেন।
তৃতীয় উইকেটে ৬০ রান যোগ করেছেন রোহিত এবং শ্রেয়াশ আইয়ার। রোহিত ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে ডাবল সেঞ্চুরির আশা জাগিয়ে ফিরেছেন ১৫৯ রান করে। ১৩৮ বলের এই ঝড়ো ইনিংসে ৫টি ছয় এবং ৮টি চার মেরেছেন রোহিত।
আইয়ার ৫৩ রান করে ফিরেছেন। আর ঋষভ পান্তের ব্যাট থেকে এসেছে ৩৯ রান। শেষ দিকে কেদার যাদব ১৬ এবং জাদেজা (০) অপরাজিত থেকে ভারতকে ৩৮৭ রানের সংগ্রহ এনে দিয়েছেন।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে শেলডন কটরেল ২টি। কিমো পল, আলজারি জোসেফ এবং কাইরন পোলার্ড ১টি করে উইকেট নিয়েছেন। ক্যারিবীয়দের বিপক্ষে এই জয়ের ফলে সিরিজে ১-১ সমতায় ফিরেছে ভারত। আগামী ২২ ডিসেম্বর সিরিজে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে কটাকে।