কাতার টি-টেন লিগের তদন্তে নেমেছে আইসিসি

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
কাতার টি-টেন লিগে পরিচিত দুর্নীতিবাজদের কার্যকলাপে বাধা দিতে পেরেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি কাতার টি-টেন লিগে তদন্ত চালানোর বিষয়টি নিশ্চিত করেছে।

১২ মাস আগে এই টুর্নামেন্টের অনুমোদন দেয় আইসিসি। কিন্তু হঠাৎ আয়োজক এবং দলের মালিকানা পরিবর্তনের ফলে আইসিসির সন্দেহ তৈরি হলে আরও শক্ত অবস্থান নেয় সংস্থাটি।
আইসিসির ন্যায়পরায়ন ইউনিটের ম্যানেজার অ্যালেক্স মার্শাল বলেন, 'আয়োজকদের তথ্যের ওপর ভিত্তি করে আইসিসি ১২ মাস আগে এই টুর্নামেন্টের অনুমোদন দিয়েছিল। টুর্নামেন্ট শুরুর কয়েকদিন আগে আয়োজক এবং দলের মালিকানা পরিবর্তন আমাদের সন্দেহ বাড়িয়ে দেয়। এই সন্দেহে অতিরিক্ত তদন্তকারী সংস্থা নিয়োগ দেয়া হয়।'
'যার ফলে আমরা কাতার এবং বিশ্বব্যাপী পরিচিত দুর্নীতিবাজদের বাধা দিতে পেরেছি। তাদের পরিকল্পনা আমরা ভেস্তে দিতে পেরেছি। আইসিসির দুর্নীতি দমন ইউনিটের জন্য কিছু নতুন তদন্তের জন্ম হয়েছে। ক্রিকেটকে দুর্নীতিমুক্ত রাখতে আমাদের চেষ্টা অব্যহত থাকবে।' যোগ করেন তিনি।
দক্ষিণ আফ্রিকা, ভারত এবং পাকিস্তানের ক্রিকেটারাও অংশ নিয়েছিল কাতার টি-টেন লিগে। গত ১৬ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়েছে টুর্নামেন্টটি।