মানসিকতার পরিবর্তন চান মুমিনুল
ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ক্রিকেটারদের মানসিকতার পরিবর্তন চান বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশের অধিনায়ক মনে করেন দলের সবারই মানসিকতার পরিবর্তন আনা জরুরী।
বিশেষ করে প্রতিপক্ষের বিপক্ষে কঠিন লড়াই করার যে মানসিকতা সেটা উন্নতি করতে হবে বলে মনে করেন মুমিনুল। তাঁর বিশ্বাস দিন দিন ক্রিকেটারদের এই মানসিকতার পরিবর্তন হবে।

এ প্রসঙ্গে মুমিনুল বলেছেন, 'মানসিকতার একটু পরিবর্তন হতে হবে আমাদের সবারই। যুদ্ধ করার জন্য যে মন মানসিকতা সেটা উন্নতি করতে হবে সবার। দিন দিন এটা উন্নতি হবে।'
ভারত সিরিজেই অধিনায়ক হিসেবে অভিষেক হয়েছে মুমিনুলের। সবকিছু গুছিয়ে নিতে কিছু সময় চান তিনি। সব কিছু ঠিক হয়ে যাবে বলেও বিশ্বাস রয়েছে তাঁর। তাই সবাইকে অপেক্ষা করতে বলেছেন তিনি।
মুমিনুল বলেন, 'এমন বিশেষ কোনো কারণ নেই। নতুন অধিনায়কত্ব নিয়েছি। সবকিছু গুছিয়ে নিতে হয়তো একটু সময় লাগবে। আপনারা একটু অপেক্ষা করেন সব ঠিক হয়ে যাবে।'