promotional_ad

শিরোপা জেতা বড় পাওয়া হবেঃ শান্ত

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রথমবারের মতো ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে উঠেছে বাংলাদেশ। দলটির অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মনে করেন ফাইনালে জয় পেলে এটা দেশের ক্রিকেটের জন্যই বড় পাওয়া হবে।


বাংলাদেশ ইমার্জিং দলের বেশিরভাগ ক্রিকেটারই কদিন আগে 'এ' দলের হয়ে সিরিজ খেলেছেন। প্রত্যেকেই ভালো করে ইমার্জিং দলে জায়গা করে নিয়েছেন। শান্তর বিশ্বাস ইমার্জিং এশিয়া কাপের চ্যাম্পিয়ন হওয়ার দারুণ সুযোগ রয়েছে তাঁর দলের।



promotional_ad

এ প্রসঙ্গে শান্ত বলেন, 'আমরা শ্রীলঙ্কার সঙ্গে ইমার্জিং যে সিরিজটা খেলেছি। খুব ভালো পারফরম্যান্স করেছি। 'এ' দলেও আমরা ভালো ক্রিকেট খেলে এসেছি। এখন আমাদের সুযোগ আছে ইমার্জিংয়ে চ্যাম্পিয়ন হওয়ার। এটা যদি হতে পারি তাহলে দেশের ক্রিকেটের জন্য অনেক বড় একটি পাওয়া হবে বলে আমি মনে করি।'


ইমার্জিং এশিয়া কাপ জিতলে জাতীয় দলও এর থেকে অনুপ্রাণিত হবে বলে মনে করেন শান্ত। হাইভোল্টেজ ফাইনাল ম্যাচটিকে গুরুত্বপূর্ণ মনে করলেও চাপের কিছু দেখছেন না বাংলাদেশ অধিনায়ক।


শান্ত বলেছেন, 'আমার কাছে মনে হয় আমরা যদি এখানে ভালো কিছু করতে পারি তাহলে আমাদের সিনিয়র দলও খুশি হবে। ওনাদের প্রত্যাশাটা পূরণ হবে বলে আমি মনে করি। গুরুত্বপূর্ণ, কিন্তু কোনো চাপ নেই।'
 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball