ইতিহাসে প্রথমবারের মতো দুই বদলি নামালো বাংলাদেশ

ছবি: ছবিঃ বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
ভারতের বিপক্ষে দিবারাত্রির টেস্টের একাদশে ছিলেন না তাইজুল ইসলাম এবং মেহেদি হাসান মিরাজ। প্রথম দিনের চা বিরতির আগেই বাংলাদেশের একাদশে যুক্ত হয়েছেন এই দুইজন।
প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সময় মাথায় চোট পেয়েছিলেন লিটন দাস। এরপর এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের কনকাশন সাব হিসেবে ব্যাটিং করেন মিরাজ। যদিও তিনি আউট হয়ে যান মাত্র ৮ রান করে।

একই ইনিংসে মাথায় চোট পান নাঈম হাসানও। প্রথম ইনিংসে তিনি আউট হয়েছেন ১৯ রান করে। ইনিংস শেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, নাঈমের বদলি হিসেবে তাইজুলকে নেয়া হয়েছে কনকাশন সাব হিসেবে।
বিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে বলেছে, 'এই টেস্ট থেকে ছিটকে গেছেন নাঈম এবং লিটন। তাদের বদলি হিসেবে মিরাজ এবং তাইজুল খেলবেন।'
লিটনের বদলি হিসেবে নামা মিরাজ এই ম্যাচে বোলিং করতে পারবেন না। যেহেতু লিটন একজন উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে এই ম্যাচে খেলেছেন। তাইজুল ব্যাটিং বোলিং দুটোই করতে পারবেন।
ক্রিকেট ইতিহাসে এবারই প্রথমবারের মতো দুইজন কনকাশন সাব হিসেবে খেলাছেন একই দলের একাদশে। ভারতের বিপক্ষে কলকাতা টেস্টে প্রথম ইনিংসে বাংলাদেশ ১০৬ রানে অল আউট হয়েছে।