গোলাপি বলের টেস্ট নিয়ে রোমাঞ্চিত মুমিনুল

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন??ডেন্ট ||
কলকাতা টেস্ট দিয়ে নতুন দিগন্তে পা রাখছে বাংলাদেশ এবং ভারত। দুই দেশই প্রথমবারের মতো দিবা-রাত্রির টেস্ট খেলতে যাচ্ছে। গোলাপি বলে খেলতে মুখিয়ে আছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
ইন্দোর টেস্ট শেষে তিনি জানিয়েছেন, ম্যাচটি নিয়ে দারুণ রোমাঞ্চিত তিনি। ঢাকায় গোলাপি বলে অনুশীলন করেছেন তিনি। তবে ভারতে এসে সেই সুযোগ হয়ে উঠেনি। দিবা-রাত্রির টেস্ট উপভোগ করার জন্য মানসিক ভাবে প্রস্তুতি নিচ্ছেন মুমিনুল।

বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, 'দারুণ রোমাঞ্চকর। আমার মতে, টেস্ট ক্রিকেটকে রাঙাতে এটা নতুন একটা উপায়। আমরা সবাই ম্যাচটি নিয়ে ভীষণ রোমাঞ্চিত। আমার মনে হয়েছে, গোলাপি বল লাল বলের চেয়ে বেশি সুইং করে। কারণ, বলের ওপরের পলিশটা গাঢ় যার ফলে বলের চকচকে ভাবটা দ্রুত নষ্ট হয় না এবং বলের সিম অনেকটা সময় ঠিক থাকে।'
ভারতের কয়েকজন ক্রিকেটার গোলাপি বলে প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন। তবে বিরাট কোহলি-রোহিত শর্মাদের সেই অভিজ্ঞতা নেই। ফলে এই জায়গায় দুই দলই প্রায় সমান। গোলাপি বলে খেলার অভিজ্ঞতা না থাকলেও ইতিবাচক থেকেই ভারতের মোকাবেলা করতে চান মুমিনুল।
বাংলাদেশের টেস্ট অধিনায়কের ভাষ্য, 'আমার দেশের জন্য, আমার দেশের খেলোয়াড়দের জন্য এটা ভালো সুযোগ। আমরা কখন আবার গোলাপি বলে খেলব, কখন আবার খেলা হবে, কোনো ধারণা নেই। আমরা একটা সুযোগ পেয়েছি গোলাপি বলে খেলার। আমার মনে হয়, ঘাটতি কি আছে সেগুলো চিন্তা না করে ইতিবাচকভাবে ভাবা উচিত।'
মুমিনুল মনে করেন, পিচে বোলারদের জন্য যদি অতিরিক্ত সহায়তা থাকে তাহলে ম্যাচে তারা পার্থক্য গড়ে দিতে পারেন। বিশেষ করে পেসাররা পুরো ম্যাচেই ভালো করতে পারেন। যদিও পুরানো বল কেমন আচরণ করবে সেটা নিয়ে সঠিন ধারণা পাচ্ছেন না বাংলাদেশ অধিনায়ক।