promotional_ad

নিবেদনে ঘাটতি দেখছেন মুমিনুল

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস এবং ১৩০ রানের ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এই হারের পর ক্রিকেটারদের নিবেদনে ঘাটতি দেখছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। তিনি মনে করেন ক্রিকেটারদের আরও নিবেদন নিয়ে খেলা উচিত ছিল।


বিশেষ করে ওপেনার বা টপ অর্ডার ব্যাটসম্যানরা ঠিক ভাবে খেলতে পারলে ভারতের সঙ্গে ইন্দোর টেস্টে লড়াই করা সম্ভব ছিল। তবে স্বাগতিকদের বিপক্ষে ব্যাটিং মানসিকতা ঠিক ছিল বলেই ধারণা মুমিনুলের।



promotional_ad

এ প্রসঙ্গে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেছেন, 'আপনারা খেলা দেখছেন, আমার কাছে মনে হয় লুজ বল খুব কমই করে (ভারত)। আমার কাছে মনে হয় আরো বেশি নিবেদন নিয়ে খেলা উচিত ওপেনার বা টপঅর্ডারে যারা ব্যাটিং করবে।'


বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ১৫০ রানেই অল আউট হয়ে যায়। ভারত নিজেদের প্রথম ইনিংসে ৪৯৩ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে বাংলাদেশ ২১৩ রানে দ্বিতীয় ইনিংসে অল আউট হয়ে গেলে বড় হার নিয়ে মাঠ ছাড়তে হয় মুমিনুল হকের দলকে।


বাংলাদেশের বিপক্ষে ভারতের প্রত্যেক বোলারই নিয়ন্ত্রিত বোলিং করেছেন। এরপরও বাংলাদেশের ব্যাটসম্যানদের ধৈর্য ধরে ব্যাটিং করা উচিত ছিল বলেই মনে করেন টাইগারদের টেস্ট অধিনায়ক।



মুমিনুলের ভাষ্যমতে, 'আমার কাছে মনে হয়, ব্যাটিংয়ের মানসিকতা ঠিক ছিল। আমার কাছে মনে হয় ওইরকম ছিল না। আপনার বোঝা উচিত ছিল এমন প্রতিপক্ষের বিপক্ষে আপনাকে খুব ধৈর্য ধরে ব্যাটিং করতে হবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball