ভুল করার সাজা পাচ্ছে সাকিবঃ ডমিঙ্গো

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো মনে করেন, ভুল করার শাস্তি পাচ্ছে সাকিব আল হাসান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী আইন ভঙ্গ করে এক বছরের পূর্ণ নিষেধাজ্ঞায় বাংলাদেশের টেস্ট এবং টি-টোয়েন্টি অধিনায়ক।
২০২০ সালের ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা উঠবে সাকিবের। কিন্তু এর মাঝে বেশ কয়েকটি সিরিজ পার করতে হবে বাংলাদেশকে। এমনকি দেশসেরা এই অলরাউন্ডারকে ছাড়া ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপও খেলতে হবে দলটিকে। যে কারণে সাকিবের কথা চিন্তা না করে দল গোছানোয় মনোযোগী হচ্ছেন ডমিঙ্গো।

শুক্রবার (১ নভেম্বর) দিল্লিতে সংবাদ সম্মেলনে প্রোটিয়া এই কোচ বলেন, 'এক বছর ক্রিকেটে অনেক সময়। কীভাবে সাকিব আবার দলে আসবে, এটা নিয়ে চিন্তা করিনি এখনও। বিষয়টি আমার মনে আসেনি। নিশ্চিত ক্রিকেটারদের মাথাও আসেনি। বাংলাদেশের অনেক বড় ক্রিকেটার সে। দলের অনেকের খুবই কাছের বন্ধু সে। অবশ্যই ওর না থাকা কিছু ক্রিকেটারকে স্পর্শ করেছে। সে ভুল করেছে এবং সেটার সাজা পাচ্ছে সে।'
'খুব বেশি কিছু আমরা এই ব্যাপার বলতে পারব না। আমাদের নিয়ন্ত্রনেও নেই। ওর না থাকা দলকে স্পর্শ করছে, ওর পারফরম্যান্সের কারণে। এই গুরুত্বপূর্ণ সিরিজে আমাদের মনোযোগ এখন দলের দিকে। এক বছর পর আবার বিশ্বকাপ আছে। সেদিকেও নজর রাখতে হবে।' যোগ করেছেন তিনি।
২০১৮ সালের জানুয়ারি থেকে এপ্রিল চার মাসে তিনবার দুর্নীতির প্রস্তাব পেয়েও আইসিসি দুর্নীতি বিরোধী ইউনিট (আকসু) জানাননি সাকিব। যে কারণে তাঁকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে আইসিসি। যেখানে প্রথম এক বছর কোনো ধরনের ক্রিকেট খেলতে পারবেন না সাকিব। পরের এক বছর খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি আইসিসির দুর্নীতি বিরোধী কার্যক্রমে অংশ নিতে হবে তাঁকে।