জাদেজা-ইশান্তের দাপটে এগিয়ে ভারত

ছবি: ছবিঃ বিসিসিআই

|| ডেস্ক রিপোর্ট ||
নর্থ সাউন্ড টেস্টের দ্বিতীয় দিন দারুণ কেটেছে ভারতের। প্রথম ইনিংসে ভারত থেমেছে ২৯৭ রান করে। জবাবে নিজেদের প্রথম ইনিংসে ইশান্ত শর্মার তোপে আট উইকেটে ১৮৯ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের দ্বিতীয় দিন শেষে ১০৮ রানে পিছিয়ে আছে ওয়েস্ট ইন্ডিজ। হাতে আছে দুই উইকেট।
টেস্ট ক্যারিয়ারে এ নিয়ে নবমবারের মতো পাঁচ উইকেট শিকার করেছেন ইশান্ত। তিনি ছাড়া জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি এবং রবীন্দ্র জাদেজা এদিন নিয়েছেন একটি করে উইকেট।

রোস্টন চেজের ৪৮ ব্যতীত আর কোনো উল্লেখযোগ্য ইনিংস নেই ক্যারিবিয়ানদের। তিনি ছাড়া শিমরন হেটমায়ার (৩৫) এবং শাই হোপই (২৪) কেবল উইকেটে একটু বেশি সময় কাটিয়েছেন। এ ছাড়া আসা যাওয়ায় ব্যস্ত ছিলেন ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা।
শুক্রবার ছয় উইকেটে ২০৩ রান নিয়ে দিন শুরু করেছে ভারত। দিনের শুরুতে ভারতের হয়ে লড়েছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। বোলারদের সঙ্গে সময় কাটিয়ে শেষ উইকেট হিসেবে বিদায় নেয়ার আগে তিনি করেন ৫৮ রান।
দলকে এনে দেন ২৯৭ রানের সম্মানজনক সংগ্রহ। এ ছাড়া আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান ঋষভ পান্ত ২৪ রান করেন। গুরুত্বপূর্ণ ১৯ রান এসেছে ইশান্তের ব্যাটে।
ক্যারিবীয়দের পক্ষে কেমার রোচ চারটি ও শ্যানন গ্যাব্রিয়েল তিনটি করে উইকেট নেন।