promotional_ad

শাস্ত্রীর সহকর্মী কারা হচ্ছেন?

ছবিঃ বিসিসিআই
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


শুক্রবার (১৬ আগস্ট) ভারতের হেড কোচ হিসেবে পুনর্বহাল করা হয়েছে রবি শাস্ত্রীকে। আগামী ১৯ আগস্ট ভারতের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং কোচকে নিয়োগ দেবে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।


ভারতের ফিল্ডিং কোচ হিসেবে দায়িত্ব পালন করার জন্য আগ্রহ প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী ক্রিকেটার জন্টি রোডস। ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন তিনি, এমনটা নিশ্চিত করেছে ভারতের শীর্ষস্থানীয় বেশ কিছু পত্রিকা। 



promotional_ad

ফিল্ডিং কোচ হওয়ার দৌড়ে আছেন এতদিন এই দায়িত্বে থাকা আর শ্রীধরও। যদিও ফিল্ডিং কোচ হওয়ার সম্ভাবনায় তাঁর থেকে অনেকটাই এগিয়ে আছেন রোডস।


এ ছাড়া বোলিং কোচ হিসেবে পুনর্বহাল হতে পারেন ভারত অরুণ। শাস্ত্রীর মতো তাঁকেও বিবেচনায় রাখতে পারে বিসিসিআই। এই পদের জন্য সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে দুই সাবেক ভারতীয় ভেংকটেশ প্রসাদ ও সুনিল যোশী এবং সাবেক ইংলিশ পেসার ড্যারেন গফকে।


ভারতের ব্যাটিং কোচ হিসেবে সঞ্জয় ব্যাঙ্গারকে পুনর্বহাল করার সম্ভাবনা অনেক কম বলে জানিয়েছে বিসিসিআইয়ের একটি সুত্র। এই পদের জন্য সংক্ষিপ্ত তালিকায় আছেন সাবেক দুই ভারতীয় বিক্রম রাঠোর ও প্রবীণ অমরে এবং সাবেক দুই ইংলিশ ব্যাটসম্যান মার্ক রামপ্রকাশ ও জনাথন ট্রট।



দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিংয়ের কোচ হওয়ার জন্য কমপক্ষে ১০টি টেস্ট বা ২৫টি ওয়ানডে খেলার অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনকারির বয়স ৬০ এর নিচে হতে হবে।


ইংল্যান্ড বিশ্বকাপ শেষে কোচিং স্টাফদের মেয়াদ ৪৫ দিন বাড়িয়েছিল বিসিসিআই। এই মেয়াদ শেষ হচ্ছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফরের পর পরই। এই সফর থেকে ফেরার পর পুরো কোচিং প্যানেলকে ঢেলে সাজানোর পরিকল্পনা বিসিসিআইয়ের।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball