promotional_ad

আস্থার প্রতিদান দিয়েছেন হোল্ডার

promotional_ad

টাইগারদের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে তিন রানের জয় তুলে নিয়ে সিরিজে ফিরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি জয় পেতে অনেকখানি বেগ পেতে হয়েছে স্বাগতিকদের।


তবে প্রথম দিকে খেলায় ছন্দ না পেলেও শেষের দিকে শক্তভাবে ঘুরে দাঁড়ানোকেই কৃতিত্ব হিসেবে দেখছেন ক্যারিবিয়ান অধিনায়ক জেসন হোল্ডার।


এদিন ম্যাচটি শেষ ওভার পর্যন্ত গড়িয়েছিল। আর শেষ ওভারে মাত্র ৮ রান দরকার ছিল বাংলাদেশের। উইন্ডিজ অধিনায়ক সম্পূর্ণ দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।


promotional_ad

মাত্র ৪ রান দিয়ে করেছিলেন অসাধারণ এক ওভার।  ওভারের প্রথম বলেই উইকেটে স্থুতি হওয়া টাইগার ব্যাটসম্যান মুশফিকুর রহিমকে সাজঘরে পাঠিয়ে স্বাগতিক ম্যাচে ফিরিয়ে আনেন অলরাউন্ডার হোল্ডার। 


শেষ ওভারে স্নায়ু চাপ নিয়েও দুর্দান্ত বোলিং করেছিলেন অধিনায়ক। আর এ কাজটি তার জন্য অনেক সহজ করে দিয়েছিল দলের সকলের সমর্থন, ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন হোল্ডার।


তবে বাংলাদেশের প্রশংসাও ভেসে উঠেছে তার মুখে । তার মতে, বাংলাদেশ শুরু থেকেই ছন্দে ছিল এবং অসাধারণ খেলেছে দুই বিভাগেই। কিন্তু তিনি শুরুর কথা চিন্তা না করে কিভাবে ম্যাচটি শেষ করবেন সে দিকে বেশি মনোযোগ দিয়েছেন বলেই জয় তাদের হয়েছে বলে বিশ্বাস হোল্ডারের।


একইসাথে নিজের সতীর্থদের প্রশংসাও করেন উইন্ডিজ অধিনায়ক। বিশেষ করে তরুণ ক্রিকেটার হিটমায়ারের খেলায় সন্তুষ্ট হয়েছেন তিনি। ভবিষ্যতে যেন হিটমায়ার এভাবেই ভালো খেলতে পারেন সেই আশা করছেন এই অলরাউন্ডার। তার ভাষায়,
 
'হ্যাঁ, শেষ ওভারে কিছুটা স্নায়ু চাপ নিয়ে বোলিং করতে হয়েছে। কিন্তু দলের সকলে আমাকে মানসিকভাবে সমর্থন করেছে এবং এ কারণেই আমি ভালভাবে কাজটা সম্পন্ন করতে পেরেছি। আমি নিজের সাথে কথা বলে জেনেছি, আমরা কীভাবে শুরু করেছি তা কোন ব্যাপারই না, কীভাবে শেষ করবো এটাই মূল লক্ষ্য থাকা উচিত।


তারা ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই খুব ভালো শুরু করেছিল। আমি এবং আলজারি ছন্দে ছিলাম না। আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি এটাই আমাদের কৃতিত্ব। ডেভেন্দ্র, নার্স এবং কিমো পল অসাধারণ ছিল। হিটমায়ার একজন প্রতিভাবান ক্রিকেটার। সে স্পিন খুব ভাল খেলে এবং ভবিষ্যতে এভাবেই খেলা চালিয়ে যেতে পারবে এটাই আশা করছি।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball