promotional_ad

'পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেছে আফগানিস্তান', ওয়াসিম-ওয়াকারদের খোঁচা জাদেজার

অজয় জাদেজা ও ওয়াসিম আকরাম
মাঠের ক্রিকেটে পাকিস্তানের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। এরপর সহ্য করতে হচ্ছে অনেকের খোঁচা। এবার পাকিস্তান দলকে নিজের লক্ষ্যবস্তু বানালেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।

promotional_ad

পাকিস্তান এক সময় বিশ্বের অন্যতম শক্তিশালী দল ছিল। ওয়াসিম আকরাম-ওয়াকার ইউনিসরা প্রতিপক্ষ ব্যাটারদের মনে ভয় ধরাতেন। এখন পাকিস্তানের সেই দাপট আর নেই। শাহীন শাহ আফ্রিদি-হারিস রউফরা উত্তরসূরিদের সেই ধাঁর ধরে রাখতে পারেননি।


আরো পড়ুন

বাদ পড়ার ‘ভয়ে’ বিরতি নিতে চাচ্ছেন বাবর-আফ্রিদিরা

১৯ ঘন্টা আগে
চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ব্যর্থ পাকিস্তান, আইসিসি

সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে একটি টেলিভিশন অনুষ্ঠানে হাজির হয়েছিলেন জাদেজা, আকরাম ও ইউনিস। সেখানেই আফগানিস্তানের প্রসঙ্গ টেনে দুই সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে খোঁচা দিয়েছেন জাদেজা। ইংল্যান্ডকে আফগানিস্তানের হারানো বিচ্ছিন্ন ঘটনা নয় বলেও দাবি তার।



promotional_ad

জাদেজা বলেছেন, ‘এটা (আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো) বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।’ এরপর আকরামকে বলতে শোনা যায় ‘নিশ্চই, নিশ্চই। ইংল্যান্ডের বিপক্ষে তারা যেভাবে জিতেছে...দ্রুত উইকেট হারানোর পর ইব্রাহিম জাদরান খুব ভালো খেলেছে এবং ভেজা বল দিয়ে ৩২০ রান ডিফেন্ড করেছে। শিশিরের কারণে বল সত্যিকার অর্থেই ভেজা ছিল।’


আরো পড়ুন

এক দশকের মধ্যে আইসিসির টুর্নামেন্ট জিততে পারে আফগানিস্তান: স্টেইন

৪ ঘন্টা আগে
ডেল স্টেইন ও আফগানিস্তান দল, আইসিসি

ওয়াসিমের এমন কথার সুযোগ বুঝে খোঁচা দিতে ভোলেননি আফগানিস্তানের সাবেক কোচ জাদেজা। তিনি বলেন, ‘বন্ধু, আইসিসি টুর্নামেন্টে তারা তোমাদের চেয়ে বেশি ম্যাচ জিতেছে! যদি কেউ এটাকে (আফগানিস্তানের ইংল্যান্ডকে হারানো) বিচ্ছিন্ন ঘটনা মনে করে, তাহলে নিজেদেরই বোকা বানাবে।’



শুধু চ্যাম্পিয়ন্স ট্রফি নয়। ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে যাত্রা করা আফগানিস্তান এখনও পর্যন্ত পাকিস্তানের চেয়ে বেশি ম্যাচ জিতেছে। অন্যদিকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই শিরোপা খরায় ভুগছে পাকিস্তান। আইসিসির টুর্নামেন্ট মানেই পাকিস্তানের এখন যেন দুর্বিসহ স্মৃতি। এবার পাকিস্তানের সেই কাঁটা ঘায়ে যেন লঙ্কা ছিটিয়ে দিলেন জাদেজা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball