promotional_ad

ভারতের কারণে সেমি ফাইনালের আগে বিড়ম্বনায় অস্ট্রেলিয়া-সাউথ আফ্রিকা

সাউথ আফ্রিকা ও অস্ট্রেলিয়া দল, আইসিসি
চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি ফাইনালের আগে বড় বিড়ম্বনায় পড়তে যাচ্ছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা। সবকিছু ঠিক থাকলে 'বি' গ্রুপ থেকে এই দুই দলই খেলবে সেমি ফাইনালে। তবে তাদের মধ্যে যেকোনো একটি দলের খেলতে হবে দুবাইতে। অন্যদলের সেমি ফাইনালের ম্যাচটি হবে পাকিস্তানের মাটিতে। তবে পর্যাপ্ত প্রস্তুতির জন্য দুই দলই সেমি ফাইনালের আগে যাচ্ছে দুবাইতে।

promotional_ad

রবিবার চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারত মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। এই ম্যাচের ফলাফলের ওপরই নির্ভর করছে কারা 'এ' গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার আপ হয়ে সেমি ফাইনালে যাবে। অন্যদিকে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের ম্যাচ শেষ। তারা আগেই সেমি ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে সাউথ আফ্রিকা শনিবার খেলছে ইংল্যান্ডের বিপক্ষে।


আরো পড়ুন

১৭৯ রানে অল আউট ইংল্যান্ড

১ ঘন্টা আগে
উইয়ান মুল্ডারের বলে বোল্ড হয়েছেন জো রুট, আইসিসি

ভারতের আপত্তির কারণে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে হাইব্রিড মডেলে। ভারতের সুবিধার কথা চিন্তা করে তাদের সম্ভাব্য সেমি ফাইনালিস্ট ধরে নিয়ে একটি সেমি ফাইনাল রাখা হয়েছে ৪ মার্চ দুবাইতে। ভারত গ্রুপ চ্যাম্পিয়ন বা রানার আপ যাই হোক তারা ৪ মার্চই সেমি ফাইনাল খেলবে। অন্য সেমি ফাইনাল ম্যাচটি হবে ৫ মার্চ লাহোরে।



promotional_ad

মূলত এ কারণেই বিড়ম্বনায় পড়তে হচ্ছে অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকাকে। ভারতের বিপক্ষে যারা সেমি ফাইনালে খেলবে তারা দুবাইতেই থেকে যাবে। আর আরেকটি দলকে সেমি ফাইনাল খেলতে দুবাই থেকে আবারও ফিরতে হবে পাকিস্তানে। আফগানিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার গ্রুপ পর্বের শেষ ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে।


আরো পড়ুন

সেমিফাইনালে শর্টকে পাওয়া নিয়ে শঙ্কা

৪ ঘন্টা আগে
আইসিসি

অস্ট্রেলিয়া দল এরই মধ্যে দুবাইয়ের পথে রওনা দিয়েছে। সাউথ আফ্রিকাও ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের পরই রওনা দেবে দুবাইয়ের পথে। ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচ শেষে যেহেতু সেমি ফাইনালে কে কোথায় খেলবে জানা যাবে। এর আগে দুই দলই দুবাইয়ে অনুশীলনে ঘাম ঝরাতে চায়। কারণ দুটি দলের কাছেই ভারতের বিপক্ষে ম্যাচ বাড়তি গুরুত্ব পাচ্ছে।



শুধু এখানেই শেষ নয়। ফাইনাল নিয়েও অনিশ্চয়তা থাকবে শেষ পর্যন্ত। কারণ ভারত যদি সেমি ফাইনালে জিতে যায় তাহলে ৯ মার্চ দুবাইতে অনুষ্ঠিত হবে ফাইনাল। আর ভারত যদি কোনো কারণে ফাইনালে যেতে না পারে তাহলে ফাইনাল অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে। ফলে অন্য দলগুলোকে ভারতের সেমি ফাইনাল ম্যাচের দিকেও পাখির দৃষ্টি রাখতে হবে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball