১৭ বছর পর বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়ছেন সাকিব
ছবি: সাকিব আল হাসানকে ছাড়া নিয়মিতই খেলছে বাংলাদেশ, ফাইল ফটো
বিসিবি বরাবরই ফরম্যাট বিবেচনা করে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তিতে রাখে। গতবার এই চুক্তিতে ছিলেন ২১ ক্রিকেটার। এবারও সংখ্যাটা এর আশপাশেই থাকবে বলে ধারণা করা যাচ্ছে। তবে ক্রিকেটারদের ভিন্ন ভিন্ন ফরম্যাটে দায়িত্ব বাড়াতে বা কমাতে পারে বিসিবি।
কিংবদন্তি সাকিবের না থাকা নিয়ে ‘পাবলিকলি খোলামেলা’ আলোচনায় লিপুর ‘আপত্তি’
১২ জানুয়ারি ২৫রাজনৈতিক পট পরিবর্তনের কারণে দেশের ক্রিকেটে আরও আগে থেকেই ব্রাত্য হয়ে পড়েছেন সাকিব। মাসখানেক আগে সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ দিয়ে দেশের মাটিতে টেস্টকে বিদায় জানানোর ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি। তবে তীব্র আন্দোলনের মুখে দেশে ফিরতে পারেননি সাকিব।
এরপর থেকে বিভিন্ন কারণে বাংলাদেশ দলে দেখা যায়নি সাকিবকে। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাংলাদেশ তিন ফরম্যাটে সিরিজ খেললেও সেখানে দেখা যায়নি সাকিবকে। এর আগে আফগানিস্তান সিরিজেও খেলেনি তিনি।
বাংলাদেশ নারী দলের প্রধান কোচের পদ ছাড়লেন তিলকারত্নে
১ ঘন্টা আগেএমনকি এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগং কিংসের হয়ে খেলার কথা থাকলেও শেষপর্যন্ত খেলতে পারেননি সাকিব। উল্টো রাজনৈতিক প্রেক্ষাপটে ইতোমধ্যেই অনেকগুলো মামলায় অভিযুক্ত করা হয় তাকে।
কয়েকদিন আগে সারের হয়ে কাউন্টি খেলতে ইংল্যান্ডে গিয়েছিলেন সাকিব। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ করেন আম্পায়াররা। এরপর দুবার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিলেও পাশ করতে পারেননি তিনি। শুধু 'ব্যাটার' হিসেবে বিবেচিত হওয়ায় তাকে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডেও রাখেনি বিসিবির নির্বাচকরা।