promotional_ad

ইমরুল কায়েসের হাফ সেঞ্চুরি

ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবারের সকালটা নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। ওটিস গিবসন একাদশের দুই ব্যাটসম্যানকে ম্যাচ শুরুর এক ঘন্টার মাঝেই ডাগ আউটে ফিরিয়েছেন এই পেসার।


প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদ-ইমরুল কায়েসদের স্কোর ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল। সকাল সাড়ে ৯টা বাজে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ২০মিনিট দেড়িতে শুরু হয় ম্যাচটি।



promotional_ad

ব্যাটিং করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন সাইফ হাসান এবং ইমরুল কায়েস। বোলিংয়ে শুরুতে বল একটু নিচু হয়ে আসায় প্রথম দুই-তিন ওভার বল ছাড়াতেই ব্যস্ত ছিলেন ওপেনাররা।
সাবধানী শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সাইফ। তাসকিনের বলে গালি অঞ্চলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও উইকেটে বেশীক্ষণ থিতু হতে পারেননি।


কয়েক ওভার পরই তাসকিনের বলে সেকেন্ড স্লিপে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। শান্তর বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ ক্রিজে নামেন। কিন্তু এর পরপরই আবারও বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ায় ম্যাচে। এক ঘন্টার ওপর বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়।


বেলা সাড়ে ১২টায় ব্যাটিং আবারও ব্যাটিং করতে নেমে দেখে শুনেই খেলতে শুরু করেন দুই ব্যাটসম্যান। টেস্ট মেজাজে ব্যাটিং করার পাশাপাশি ইমরুল-মাহমুদুল্লাহ গড়ে তোলেন জুটির হাফ সেঞ্চুরি।
মাঝে আরও একবার বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ালেও, মাত্র ৫ মিনিটের জন্য খেলা বন্ধ থাকে। ইনিংসের ২৬তম ওভারে তাসকিনকে মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ৭৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইমরুল। মাহমুদউল্লাহ ব্যাট করছেন ২৪ রানে।




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball