ইমরুল কায়েসের হাফ সেঞ্চুরি

ছবি: ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবারের সকালটা নিজের করে নিয়েছেন তাসকিন আহমেদ। ওটিস গিবসন একাদশের দুই ব্যাটসম্যানকে ম্যাচ শুরুর এক ঘন্টার মাঝেই ডাগ আউটে ফিরিয়েছেন এই পেসার।
প্রতিবেদনটি লেখার আগ পর্যন্ত মাহমুদউল্লাহ রিয়াদ-ইমরুল কায়েসদের স্কোর ২৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৯০ রান। হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন ইমরুল। সকাল সাড়ে ৯টা বাজে খেলা শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে ২০মিনিট দেড়িতে শুরু হয় ম্যাচটি।

ব্যাটিং করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন সাইফ হাসান এবং ইমরুল কায়েস। বোলিংয়ে শুরুতে বল একটু নিচু হয়ে আসায় প্রথম দুই-তিন ওভার বল ছাড়াতেই ব্যস্ত ছিলেন ওপেনাররা।
সাবধানী শুরু করলেও ইনিংস লম্বা করতে পারেননি আগের ম্যাচের হাফ সেঞ্চুরিয়ান সাইফ। তাসকিনের বলে গালি অঞ্চলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ওপেনার। তিন নম্বরে নামা নাজমুল হোসেন শান্তও উইকেটে বেশীক্ষণ থিতু হতে পারেননি।
কয়েক ওভার পরই তাসকিনের বলে সেকেন্ড স্লিপে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে বসেন তিনি। শান্তর বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদ ক্রিজে নামেন। কিন্তু এর পরপরই আবারও বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ায় ম্যাচে। এক ঘন্টার ওপর বন্ধ থাকার পর ফের খেলা শুরু হয়।
বেলা সাড়ে ১২টায় ব্যাটিং আবারও ব্যাটিং করতে নেমে দেখে শুনেই খেলতে শুরু করেন দুই ব্যাটসম্যান। টেস্ট মেজাজে ব্যাটিং করার পাশাপাশি ইমরুল-মাহমুদুল্লাহ গড়ে তোলেন জুটির হাফ সেঞ্চুরি।
মাঝে আরও একবার বৃষ্টি বাঁধা হয়ে দাঁড়ালেও, মাত্র ৫ মিনিটের জন্য খেলা বন্ধ থাকে। ইনিংসের ২৬তম ওভারে তাসকিনকে মিড উইকেট অঞ্চল দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে ৭৪ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন ইমরুল। মাহমুদউল্লাহ ব্যাট করছেন ২৪ রানে।