promotional_ad

সমালোচনা নিয়ে ভাবি না: মুস্তাফিজ

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


২০১৫ সালের ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় মুস্তাফিজুর রহমানের। প্রথম ম্যাচেই ৫০ রান খরচায় ৫ উইকেট নিয়ে ক্রিকেট বিশ্বকে তাক লাগিয়ে দেন এই বাঁহাতি পেসার। কিন্তু শুরুতে ঝলক দেখানো সেই মুস্তাফিজই ধীরে ধীরে নিজের ছন্দ হারিয়ে ফেলেছেন।


ইনজুরির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করা মুস্তাফিজ একটা সময় হারিয়ে ফেলেছিলেন তাঁর বোলিংয়ের ধাঁর। ফলে কম সমালোচনা সহ্য করতে হয়নি তাঁকে। তবে গত ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে সকল সমালোচনার জবাব দেন ২৪ বছর বয়সী এই তরুণ। ২০ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চার নম্বরে ছিলেন তিনি।


promotional_ad

অবশ্য ব্যক্তিগতভাবে সমালোচনা খুব একটা আমলে নেন না মুস্তাফিজ। শীর্ষ বাংলা দৈনিক প্রথম আলোকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি। একই সঙ্গে পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখতে না পারার কারণও ব্যাখ্যা করেন এই তারকা পেসার। 


মুস্তাফিজ বলেন, 'এসব ভাবি না। এখন ব্যাটসম্যানরা আমাকে খুব ভালো চেনে, শুরুর সঙ্গে তুলনা করলে তো হবে না। আমি ম্যাচে কখন বোলিং করি, সেটিও দেখতে হবে। এখন বেশির ভাগ সময় শেষের ৫ ওভারে আসতে হয়। তখন ব্যাটসম্যানরা সেট হয়ে যায়, আক্রমণাত্মক থাকে, ফিল্ডিং থাকে রক্ষণাত্মক।' 


সীমিত ওভারের ক্রিকেটের অপরিহার্য একজন সদস্য হলেও টেস্ট ক্রিকেটে তেমন একটা নিয়মিত হতে পারেননি মুস্তাফিজ। তবে তরুণ এই প্রতিভাবান পেসারের চাওয়া সাদা পোশাকেও দেশের হয়ে প্রতিনিয়ত প্রতিনিধিত্ব করা। সেই লক্ষ্যেই চলতি বছরের ফেব্রুয়ারিতে বোলিং কোচ ওটিস গিবসনের সঙ্গে কাজ শুরু করেন তিনি। 


এই প্রসঙ্গে মুস্তাফিজের ভাষ্য, 'ফেব্রুয়ারিতে দুটো সিরিজ খেলিনি, তবে কাজ করেছি গিবসনের সঙ্গে। আমার খেলা সর্বশেষ সিরিজে (মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ) দেখবেন বল বেশির ভাগ সময় ভেতরে ঢুকেছে। এটা নিয়মিত হলে টেস্ট খেলাটা আমার জন্য সহজ হয়ে যাবে। সিমে পড়ে বল যদি সোজাও যায়, সেটাও অনেক ভালো। ব্যাটসম্যানরা সহজে আমাকে অনুমান করতে পারবে না।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball