promotional_ad

তামিম-মুশফিকদের মাঠে ফেরাতে জোর দিবে না বিসিবি

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


করোনাভাইরাসের প্রকোপ দিন দিন বৃদ্ধি পাওয়ায় অনিশ্চয়তার মুখে রয়েছে চলতি বছরেরর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ। গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্ট দুটি এবছর আয়োজন করা সম্ভব না হলে ক্রিকেটারদের মাঠে ফেরার ক্ষেত্রে তাড়াহুড়ো করবে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দেশের শীর্ষ বাংলা দৈনিক প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী।


আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে সেপ্টেম্বরে মাঠে গড়ানোর কথা এশিয়া কাপের। তাই বর্তমানে এশিয়া কাপকেই পাখির চোখ করছে বিসিবি। এশিয়া কাপ শেষ পর্যন্ত স্থগিত হলে ভিন্ন পরিকল্পনা করা হবে বলে জানান নিজাম উদ্দিন চৌধুরী। 


promotional_ad

বোর্ডের এই শীর্ষ কর্মকর্তা বলেছেন,  ‘আমরা তাকিয়ে আছি আইসিসি ও এসিসির টুর্নামেন্ট দুটির দিকে। এ দুটি টুর্নামেন্টের আগে-পরে আমাদের আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই। এ মুহূর্তে পরবর্তী টুর্নামেন্টটির (এশিয়া কাপ) দিকে তাকিয়ে আছি। এটা হলে এক রকম, না হলে আরও কিছুদিন অপেক্ষা করবো।’


নিজাম উদ্দিন আরো জানিয়েছেন করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ঈদুল আযহার পরে মাঠে ক্রিকেটারদের ফেরানোর চেষ্টা করবে বিসিবি। যদিও তার আগে সকলের (ক্রিকেটারদের) মতামত গ্রহণ করবে তারা বলে নিশ্চিত করেন তিনি।


বিসিবির প্রধান নির্বাহী বলেন, ‘আমরা কিন্তু প্রস্তুতি নিয়েই রেখেছি। (সিনিয়র) খেলোয়াড়দের সঙ্গে সভা করছি। এ মুহূর্তে তারা খুব একটা ইতিবাচক নয়। আমাদের সবকিছু খেলোয়াড়কেন্দ্রিক। তাদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball