অনুশীলন শুরুর ব্যাপারে এখনও অন্ধকারে বাশার

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ডেস্ক রিপোর্ট ||
কয়েকদিন আগে ক্রিকেটারদের অনুশীলনের জন্য দেশের ৮টি ভেন্যু প্রস্তুত রাখার ঘোষণা দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে অনেকেই ধারণা করছেন দ্রুতই মাঠে ফিরছে ক্রিকেট।
তবে ভেন্যু প্রস্তুত করা হলেও জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার খেলা ফেরার ব্যাপারে নিশ্চিত নন। সম্প্রতি দেশের শীর্ষস্থানীয় বাংলা দৈনিক মানবজমিনকে সাবেক এই অধিনায়ক জানিয়েছেন করোনা পরিস্থিতির উন্নতি না হওয়ায় এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া সম্ভব হচ্ছে না।

বাশার বলেন, ‘আমি জানি বিসিবি সব ভেন্যু প্রস্তুত করেছে ক্রিকেটারদের অনুশীলনের জন্য। কিন্তু আমি নির্দিষ্ট করে কোনো সময় বলতে পারবো না। কারণ করোনা পরিস্থিতির এখনো উন্নতি হয়নি।
সত্যি কথা বলতে কি আমি জানি না কবে অনুশীলন শুরু হবে। ঈদের পর হবে নাকি আগে এমন কোনো নিশ্চয়তা আমার কাছে নেই।’
ক্রিকেটারদের অনুশীলন নিয়েও নির্দিষ্ট করে কিছু বলেননি বাশার। তবে প্রত্যেক ক্রিকেটার যেন অনুশীলনের সুবিধাটি পায় সেই ব্যাপারে জোর দিচ্ছেন তিনি। যদিও সবকিছুর আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় আছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।
বাশারের ভাষ্যমতে, ‘দেখুন এখনো কোনো তালিকা আমরা তৈরি করিনি যে কয়জন বা কারা কারা অনুশীলনে অংশ নেবে। আমরা দুই ভাবে চিন্তা করছি যদি সামনে কোনো খেলা থাকে তাহলে সেটি নিয়ে চিন্তা করবো। তা না থাকলে সবাইকে যেন অনুশীলনে রাখা যায় সেইভাবে তালিকা হবে। এখন ৩০ জন ক্রিকেটার অনুশীলন করবে এমন কোনো চিন্তা আমরা করি না। অপেক্ষায় আছি যদি পরিস্থিতি ভালো হয় তবেই আমরা ভাববো পরবর্তী করণীয় নিয়ে।’
এদিকে গুঞ্জন উঠেছে ঈদের পরেই মাঠে ফিরছে ক্রিকেট। ভেন্যু প্রস্তুত করার মাধ্যমে সেই গুঞ্জন আরো জোরালো হয়েছে সম্প্রতি। কিন্তু বাশার অবশ্য বলছেন ভিন্ন কথা। তিনি জানিয়েছেন কবে ক্রিকেটে ফেরার দিনক্ষণ এখনও রয়েছে আলোচনার টেবিলেই। এক্ষেত্রে বিসরকারের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে বিসিবি।
এই প্রসঙ্গে বাশার বলেন, 'ভেন্যু প্রস্তুত এতে কোনো দ্বিমত নেই। আমরা জানি প্রয়োজন হলে যে কোনো মুহূর্তে অনুশীলন শুরু করা সম্ভব। কিন্তু কিভাবে কবে থেকে, এই সব কিছ??ই এখনো রয়েছে আলোচনার টেবিলে। মিরপুর ছাড়া অন্য ভেন্যুতে অনুশীলন প্রক্রিয়া কী হবে, কারা থাকবে, সব নিয়ে এখনো আলোচনা চলছে। করোনা পরিস্থিতির উন্নতি হলে এবং কোনো শঙ্কা বা ভয় না থাকলেই আমরা অনুশীলন শুরু করতে পারবো। আমরা সেই দিনের অপেক্ষায়। এখানে শুধু বিসিবিই যে সিদ্ধান্ত নিবে তা নয়, সরকারের সবুজ সংকেতেরও একটি বিষয় রয়েছে।'