'বিস্ময়' বালক সাকিবের সঙ্গে মাঠে নামতে মুখিয়ে মুশফিক

ছবি: ছবি- সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সাকিব আল হাসানকে বাংলাদেশের বিস্ময় বালক হিসেবে আখ্যা দিয়েছেন তাঁরই সতীর্থ মুশফিকুর রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের অফিসিয়াল পেইজে দেশের সেরা অলরাউন্ডারের ভূয়সী প্রশংসা করেন এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।
সম্প্রতি উইজডেন ম্যাগাজিনের গবেষণায় চলতি শতাব্দীর দ্বিতীয় সেরা/মূল্যবান ওয়ানডে ক্রিকেটার হিসেবে নির্বাচিত হন সাকিব। একই সঙ্গে টেস্টের সেরা ক্রিকেটারদের তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা পান তিনি। সাকিবের মতো ক্রিকেটারের সঙ্গে খেলতে পারায় তাই সম্মানিত বোধ করছেন মুশফিক।

ফেসবুকে মুশফিক লিখেছেন, 'উইজডেন সম্প্রতি সাকিব আল হাসানকে ২১ শতকের দ্বিতীয় সর্বোচ্চ মূল্যবান ক্রিকেটার (এম ভিপি) হিসেবে ঘোষণা করেছে ওয়ানডেতে। তোমার সঙ্গে মাঠে খেলতে পারা অসামান্য সম্মানের। বাংলাদেশের বিস্ময় বালক, তোমাকে অভিনন্দন। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ্ সাকিবের সঙ্গে আবারো খেলার জন্য তর সইছে না।'
উইজডেন ক্রিকেট মান্থলির জুলাই সংখ্যায় প্রকাশ করা হয় সেরা মূল্যবান বা এমভিপি ক্রিকেটারদের তালিকা। ওয়ানডে ফরম্যাটের তালিকায় সবার ওপরে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফ। এরপরের স্থানটিই সাকিবের।
অপরদিকে টেস্টের সেরা এমভিপি ক্রিকেটার হিসেবে মনোনীত করা হয়েছে শ্রীলংকার স্পিন জাদুকর মুত্তিয়া মুরালিধরনকে। এরপর সাকিবের আগে এই তালিকায় রাখা হয়েছে যথাক্রমে ভারতের রবীন্দ্র জাদেজা, অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভ স্মিথ, তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা এবং দক্ষিণ আফ্রিকার পেসার শন পোলককে।